কলকাতা, ০৩ আগস্ট- চলমান করোনা পরিস্থিতিতে মানুষের রক্ষাকবচ হিসেবে সব সময়ের সঙ্গী হয়ে উঠেছে মাস্ক। নানা রঙের কাপড়ের তৈরি মাস্কে মুখ ঢেকে যাচ্ছে। এর জেরে পথে-ঘাটে চেনা মানুষ হয়ে উঠছে অচেনা। পরিচিতকে চিনতে হচ্ছে মাস্কের আড়ালে দুই চোখে বা কণ্ঠস্বরে। কিন্তু এসব বিভ্রান্তি দূর করতে শহর কলকাতায় শুরু হয়েছে নতুন ট্রেন্ড। বাজারে এসেছে নিজের ছবি দেওয়া মাস্ক। এবং তা জনপ্রিয়ও হচ্ছে। শহরজুড়ে এ ধরনের মাস্কের চাহিদা দিনদিন বাড়ছে। করোনা পরিস্থিতিতে শহরে অধিকাংশ ব্যবসা সলতের প্রদীপের মতো জ্বলছে। কিন্তু চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী ভালো ব্যবসা করছেন। তাদের এ অভিনব মাস্কের দৌলতে গতি এসেছে শহরের হিট প্রেসার প্রিন্ট ব্যবসায়। মাস্কের ওপর ছবি ছাপানোর প্রচুর অর্ডার পাচ্ছেন তারা। কলকাতার এ ধরনের সংস্থার এক কর্ণধার রজত বলেন, আগে জামা-কাপড়, কাপ-প্লেটসহ একাধিক সামগ্রীর ওপর লেখা ও ছবি প্রিন্ট করা হতো। বর্তমানে পেস্ট্রোর বাজার নেই। তবে এখন মাস্ক প্রিন্ট করার অর্ডার ভালোই পাওয়া যাচ্ছে। নিজের মুখমণ্ডলের মাস্ক প্রিন্ট করতে কাপড় অনুযায়ী খরচ পড়ছে ৬০ থেকে ১০০ রুপি। আরও পড়ুন: করোনা আক্রান্ত সিপিএম পলিটব্যুরো মেম্বার মহম্মদ সেলিম অন্যদিকে, শহরের মাস্কম্যান পরিচিত রাজর্ষি দাস বলেন, মুখমণ্ডলের পাশাপাশি তারকাদের ছবি দেওয়া মাস্কেরও চাহিদা আছে। এ যেমন ধরুন তারকাদের বাজারে বর্তমানে সুশান্ত সিং রাজপুতের প্রিন্ট করা মাস্ক ভালোই কাটছে। তবে এসব মাস্ক গেঞ্জি কাপড়ের হয় বলে খুব একটা আরামদায়ক বা ফ্যাশনেবল বলা যায় না। আমাদের এখানে যে মাস্ক বেশি চলছে তা তাঁতের কাপড়ের হস্তশিল্পীদের তৈরি ফ্যাশনেবল মাস্ক। তাঁতের কাপড়ের বলে শুধু ফ্যাশন নয় পড়েও আরাম। বারে বারে মুখ থেকে খুলে রাখার ইচ্ছাটা আর হয় না। দাম ৩০ থেকে ৬০ রুপির মধ্যে। রাজর্ষি দাস পাইকারি ছাড়াও দিনে কমপক্ষে হাজার পিস খুচরা মাস্ক বিক্রি করে থাকেন। পোশাকের সঙ্গে তাল মিলিয়ে নির্বিশেষে কিনছেন নারী-পুরুষ সবাই। রাজর্ষির কথায়, এহেন পরিস্থিতিতে পোশাকের বাজার খুব একটা নেই। কিন্তু হস্তশিল্পীদের টিকে থাকতে হবে। তাই আমার এ পদ্ধতি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার আবশ্যক। কতদিন মাস্ককে জীবনসঙ্গী করে নিয়ে সংসার করতে হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। ইচ্ছা থাক বা না থাক, একে এনিয়েই চলতে হবে। আর এ মাস্ককে সঙ্গী করতে রজত বা মাস্কম্যান রাজর্ষি দাসের মতো লোকেরা শহর কলকাতায় এনেছে ফ্যাশনেবল মাস্কের নতুন ট্রেন্ড। সূত্র : বাংলানিউজ এম এন / ০৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30qtqho
August 03, 2020 at 05:35PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.