চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার সিটি আরো একবার নিজেদেরকে গুটিয়ে নিতে বাধ্য হলো বলে মন্তব্য করলেন দলটির কোচ পেপ গার্দিওলা। শনিবার লিসবনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ফরাসি ক্লাব লিঁওর কাছে ৩-১ গোলে হেরে ইউরো আসর থেকে ছিটকে যাওয়ার পর এমন কথা বলেলন গার্দিওলা। অগোছালো রক্ষণ, সুযোগ কাজে লাগানোর ব্যর্থতা এবং ভিএআর বিতর্ক সব কিছুই গার্দিওলার দলকে ব্যর্থ করে দিয়েছে। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের এমন নকআউট পর্যায়ে এসে কোচের বিস্ময়কর দল নির্বাচনও কোচ গার্দিওলোকে বিতর্কের মুখে ফেলে দিয়েছে। সিটিতে চার বছর কাটালেও দলকে ইউরো আসরে এখনো পর্যন্ত শেষ আটের উপরে নিয়ে যেতে পারেননি স্প্যানিশ এই কোচ। গার্দিওলা বলেন, একদিন আমরা কোয়ার্টার ফাইনালের এই বাঁধা ভেঙ্গে দিব। এই প্রতিযোগিতায় আপনাকে হতে হবে নির্ভুল। যেমনটি আমরা ছিলাম না। অনভ্যস্ত ৩-৫-২ ফর্মেটে ম্যাচটিতে সিটিজেনদের খেলাতে গিয়েছিলেন গার্দিওলা। কিন্তু এতে হিতে বিপরীত হয় এবং প্রথমার্ধেই ০-১ গোলে পিছিয়ে যায় দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে শেষ বাঁশি বাজার ২১ মিনিট আগে কেভিন ডি ব্রুইনা গোলটি পরিশোধ করে দিলে ভারমুক্ত হয় প্রিমিয়ার লিগ জায়ান্টরা। কিন্তু এরপর ভিএআরকে ফাঁকি দিয়ে অফসাইট থেকে গোল করে ফরাসিদের ফের এগিয়ে দেন মুসা দেম্বেলে। গোলটি পরিশোধের জন্য রাহিম স্টার্লিং চড়াও হয়েছিল ফরাসিদের উপর। কিন্তু ৬০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে প্রতিআক্রমন থেকে আবারো গোল করেন ডেম্বেলে। ফলে সিটিকে টপকে ইউরো আসরের শেষ চারে জায়গা করে নেয় লিঁও। সেমি-ফাইনালে তাদের লড়তে হবে শক্তিশালী বায়ার্ন মিউনিখের বিপক্ষে। স্টার্লিংয়ের গোল করতে ব্যর্থ হওয়া প্রসঙ্গে গার্দিওলা বলেন, এই ম্যাচেও আগের একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। আপনাকে সমতায় ফিরতে হবে এবং ম্যাচকে অন্তত অতিরিক্ত সময়ে নিয়ে যেতে হবে। তৃতীয় গোল হজমের পরও আমরা গোলের সুযোগ পেয়েছিলাম। অর্থাৎ আমরা সামর্থ্যের সবটুকুই কাজে লাগিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সফল হতে পারিনি। ফের আমরা বিদায় নিয়েছি। আরও পড়ুন:জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলো টটেনহ্যামের বিপক্ষে গত মৌসুমের কোয়ার্টার ফাইনালের ভিএআর বিতর্কে হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবারো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও ভিএআরের সহায়তা চাননি ডি ব্রুইনা বা কোচ পেপ গার্দিওলা। ডি ব্রুইনা বিটি স্পোর্টসকে বলেন, এটি সম্পর্কে আমার কোন ধারণা নেই। কারণ আমি পেছনে দেখিনি। সুতরাং তারা কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন তারাই ভাল জানেন। আমরা একই স্টাফ নিয়েই ভিন্ন একটি বছরে পদার্পন করেছি। আমাদেরকে শিক্ষা নিতে হবে। দলটি খুব ভাল ছিলনা। সূত্র: কালের কন্ঠ এমএ/ ১৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gYOyB0
August 17, 2020 at 08:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top