সেই রোনালদোর ছেড়ে আসার পর থেকেই ধুঁকে ধুঁকে চলছে ইংল্যান্ডের জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় ১১ বছর হয়ে গেল ক্লাব জিতেনি কোনো বড় শিরোপা। মাঝে তো চ্যাম্পিয়নস লিগের মতো আসরেও জায়গা হয়নি রেড ডেভিল খ্যাত এই দলটির। নিজের ভক্তদের হৃদয়কে বার বার ভেঙেছে ক্লাবটি। এবার পুঁচকে সেভিয়ার কাছে হেরে ইউরোপা লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো তাদের। উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেনের সেভিয়া। জার্মানির কোলনে রোববার রাতে (১৬ আগস্ট) প্রথম সেমিফাইনালে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আরও পড়ুন: খেলা শুরুর ৯ মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাস রাশফোর্ডকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেস গোল করে এগিয়ে নেন রেড ডেভিলসদের। তবে ২৬ মিনিটে সেভিয়ার সুসো গোল করে সমতা ফেরান। সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে একের পর আক্রমণ করেও গোল পায়নি ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটে অন্তত দুটি দারুণ সেভ করেন সেভিয়া গোলরক্ষক। এরমাঝে ৭৮তম মিনিটে উল্টো গোল খেয়ে বসে ইউনাইটেড। হেসুস নাভাসের ক্রসে খুব কাছ থেকে জয়সূচক গোলটি করেন ডাচ ফরোয়ার্ড ডি ইয়ং। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ১৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CwOLwg
August 17, 2020 at 07:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top