ঢাকা, ২২ আগস্ট - বিভ্রান্তিকর সংবাদের শিরোনাম হয়েছেন ববি। নায়িকার পক্ষ থেকে এ নিয়ে মন্তব্য না এলেও মুখ খুলেছেন চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু। এক ফেইসবুক পোস্টে শুক্রবার বাবু জানান, গুলশানের চামেলী নামের নির্মিতব্য সিনেমার নায়িকা ববি নন। বরং তাকে চূড়ান্ত তালিকায় রাখা ছবির নাম এখনো ঠিক হয়নি। বাবু লেখেন, সংবাদমাধ্যমে জড়িত সবাইকে বিনীতভাবে জানাচ্ছি যে, গুলশানের চামেলী ছায়াছবির চিত্রনায়িকা নিয়ে প্রকাশিত সংবাদ, প্রযোজনা সংস্থার দৃষ্টিগোচর হয়েছে। প্রযোজনা সংস্থার বরাত দিয়ে আমি আপনাদের সবিনয়ে জানাতে চাই যে, গুলশানের চামেলী ছায়াছবির জন্য চিত্রনায়িকা ববিকে নির্বাচন করা হয়নি। আরও পড়ুন: সুস্থ থাকার মন্ত্র দিলেন পূর্ণিমা আরও বলেন, গুলশানের চামেলী ছায়াছবির চিত্রনাট্য চূড়ান্ত করার পর নির্বাচিত নায়িকার নাম ঘোষণা করা হবে। চিত্রনায়িকা ববিকে যে ছবিটির জন্য চূড়ান্ত করা হয়েছে তার নাম এবং পরিচালক এখনো অনির্ধারিত। কয়েক দিন আগে কাছের মানুষদের নিয়ে জন্মদিন পালন করেন ববি। সেখানে প্রযোজক মো. ইকবালের উপস্থিতিতে নতুন ছবির কথা উঠে। এর পর আলোচনায় আসে গুলশানের চামেলী। সিনেমাটি পরিচালনা করছেন সৈকত নাসির। শোনা যাচ্ছে, চামেলী চরিত্রে প্রযোজকের প্রথম পছন্দ জয়া আহসান। এন এইচ, ২২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34qYBvc
August 22, 2020 at 02:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top