কলকাতা, ২৭ আগস্ট - মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলি৷ তাও আবার লকডাউনের দিনে৷ গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে খবর৷ পুলিশ সূত্রে খবর, একজন নিরাপত্তারক্ষীর নিজের বন্দুক থেকে গুলি বেরিয়ে তিনি আহত হয়েছেন৷ দীনেশ কর্মকার নামে এক নিরাপত্তারক্ষী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের কিয়স্কে বুধবার রাতে ডিউটিতে ছিলেন৷ বৃহস্পতিবার সকালে ওই নিরাপত্তারক্ষী ডিউটি বদলের সময় হঠাৎ গুলির শব্দে কেপে উঠে এলাকা৷ কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরা গিয়ে দেখেন, দীনেশ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে৷ সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আরও পড়ুন: আমফান দুর্নীতিতে তৃণমূলের ৮৭ জন নেতাকে শো-কজ জানা গিয়েছে আহত পুলিশকর্মীর অস্ত্রোপচার হয়েছে৷ তবে আহত পুলিশকর্মীর বন্দুক থেকে কীভাবে গুলি চলল,তা এখনও জানা যায়নি৷ এই সম্পর্কে কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এদিন সকালে বন্দুক লোডিং- আন লোডিং করার সময়ই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে৷ পুরোটা ঘটনাই অনিচ্ছাকৃতভাবে ঘটে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনা একেবারে নিছক দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ৷ তবুও প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত৷ এছাড়া ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ পাশাপাশি ওই কিয়স্কে কর্মরত অন্যান্য পুলিশ কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। অন্যদিকে সকাল থেকেই রাজ্য জুড়ে চলছে লকডাউন। লকডাউন সফল করতে কলকাতা সহ জেলাতেও কড়া নজরদারি চলছে পুলিশের৷ সূত্র : কলকাতা২৪ এন এইচ, ২৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32uHNAX
August 27, 2020 at 03:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top