ঢাকা, ১৩ আগস্ট- মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বাফুফের বর্তমান সহ-সভাপতি বাদল রায়। তার করোনা টেস্টে ফলাফল পজিটিভ এসেছে বলে গণমাধ্যমে জানিয়েছেন তিনি নিজেই। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, জ্বর-কাশি ও গলা ব্যথা নিয়ে গত ১১ আগস্ট রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাদল রায়। করোনায় আক্রান্ত হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। আরও পড়ুন: ২৪ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ এ বিষয়ে বাদল রায় জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন। অবস্থা তেমন গুরুতর নয়। শুধু সামান্য গলা ব্যথা আছে। এছাড়া আর কোনো উপসর্গ নেই। ডাক্তারের পরামর্শে বাড়িতে আইসোলেশনে আছেন তিনি। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বলেন, বাড়ি থেকেই চিকিৎসা চলছে। সব রকম নিয়ম মেনে চলছি। আমি ছাড়া পরিবারের আর কেউ আক্রান্ত হয়নি। আমার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। সূত্র : যুগান্তর এম এন / ১৩ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3kEzNpe
August 13, 2020 at 10:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top