মুম্বাই, ১৩ আগস্ট - বলিউডে মন খারাপের খবর, ক্যান্সারে আক্রান্ত অভিনেতা সঞ্জয় দত্ত। কিছুদিন আগেই শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে সঞ্জয় দত্তের বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছিল। হয়েছিলো করোনারও টেস্ট। সেটা নেগেটিভ ছিলো। আর কিছু টেস্টের ফল হাতে আসার আগেই সুস্থ বলে বাসায় ফিরেছিলেন সঞ্জয়। কিন্তু মঙ্গলবার কিছু টেস্টের ফল হাতে আসতেই জানা গেল ক্যান্সার বাসা বেঁধেছে সঞ্জয় দত্তের ফুসফুসে। এই মহূর্তে স্টেজ থ্রিতে আছে ক্যান্সার। যার ফলে দ্রুতই তাকে আমেরিকায় চিকিৎসার জন্য ছুটতে হবে। সঞ্জয় দত্তের পরিবারে এই প্রথম নয়, আগেও ক্যান্সার হানা দিয়েছিল। এই প্রাণঘাতি অসুখে তিনি হারিয়েছেন তার মা নার্গিস দত্তকে। তিনি প্যানক্রিয়াটিক ক্যান্সারে ভুগে মারা গেছেন। আরও পড়ুন: বিশ্বে সবচেয়ে দামি অভিনেতা দ্য রক, বলিউডে অক্ষয় ১৯৮১ সালে সঞ্জয় দত্তের প্রথম সিনেমা রকি মুক্তি পাওয়ার ৩ দিন আগে প্রয়াত হয়েছিলেন তার মা। পরিবারে মা নার্গিস ছিলেন সঞ্জয়ের সবচেয়ে কাছের মানুষ। ছোট থেকে ছেলেকে বড্ড আদরে বড় করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী। প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাবার পর বদলে যায় সঞ্জয়ের জীবন। বলা চলে তখন থেকেই অসৎ সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। বিপথে চালিত হতে থাকে তার জীবন। সেখান থেকে বের হতে সংসার পাতেন তিনি বাবা সুনীল দত্তের পরামর্শে। ঘর-সংসারে মন দেন সঞ্জুবাবা। কিন্তু সেখানেও তার স্বপ্নভঙ্গ করেছে এই ক্যান্সার! সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মাও ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বিয়ের ২ বছরের মধ্যেই ব্রেন টিউমার ধরা পড়ে রিচার। শুরু হয় চিকিৎসা। তবে শেষ রক্ষা হয়নি। স্ত্রীর মৃত্যতে আরও একবার ধাক্কা পান সঞ্জয়। এ সংসারে তাদের একমাত্র সন্তান ত্রিশলা। চড়াই উৎরাই পেরিয়ে নিজেকে বারবার সামলে নিয়েছেন তিনি। সঞ্জয়ের জীবনজুড়েই লড়াই৷ অস্ত্র আইনে তাকে বহুদিন জেলে কাটাতে হয়েছে। সেখান থেকে ফিরে যখন স্ত্রী-দুই সন্তানের সঙ্গে সুখে সংসার করছিলেন তখনই এল এই বেদনাদায়ক খবর। ১৯৫৯ সালের ২৯ জুলাই মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সঞ্জয় দত্ত। কিছুদিন আগেই তিনি ৬১তম জন্মদিন পালন করেছিলেন। সুনীল দত্ত ও নারগিসের একমাত্র পুত্রসন্তান সঞ্জয় দত্ত তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০০৮ সালে বিয়ে করেন মান্যতাকে। এটি তৃতীয় বিয়ে। এখানে তিনি শাহজান ও ইকরা নামে যমজ দুই সন্তানের বাবা।বিগত ৫ মাস ধরে পরিবারের থেকে দূরে আছেন সঞ্জয়। কেননা বাচ্চাদের নিয়ে স্ত্রী দুবাইয়ে এই মুহূর্তে আটকে আছেন করোনার জন্য। আগামী ২৮ অগাস্ট ওটিটি প্ল্যাটফর্মে সঞ্জয় দত্তের সড়ক ২ মুক্তি পেতে চলেছে। মহেশ ভাটের পরিচালনায় পূজা ভাট, আলিয়া ভাট ও আদিত্য রায় কাপুরকেও অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে। এন এইচ, ১৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3apa5QP
August 13, 2020 at 08:01AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন