চমকে যাওয়ার মতো ঘটনা। প্রেক্ষাগৃহে বসে চলচ্চিত্র দেখলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। সাধারণ দর্শকরা স্বাভাবিকভাবেই চমকে গেছেন। করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে বড় পর্দায় ছবি উপভোগের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দেখিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম ও টুইটারে ৫৮ বছর বয়সী আমেরিকান এই অভিনেতার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, বৃষ্টিভেজা দিনে গাড়িতে চড়ে প্রেক্ষাগৃহে পৌঁছান তিনি। এরপর নেমেই ক্রিস্টোফার নোলানের টেনেট ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে বলেন, চলে এসেছি। চলচ্চিত্রে ফেরা। এরপর মাস্ক পরে সাধারণ দর্শকদের মাঝে ছবিটি উপভোগ করেন। এ সময় তাকে হাততালি দিতে দেখা গেছে। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, বড় ক্যানভাসের চলচ্চিত্র। বড় পর্দা। ভালো লেগেছে। প্রদর্শনী শেষ হওয়ার পর প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে যাওয়ার সময় টম ক্রুজ বলছিলেন, প্রেক্ষাগৃহে ফিরে আসতে পেরে দারুণ লাগছে। ভালো লেগেছে ছবিটি। ভিডিওতে শোনা গেছে কথাগুলো। টুইটারে এটি ৪৬ লাখ বার ও ইনস্টাগ্রামে ১১ লাখ বারের বেশি। প্রেক্ষাগৃহে টম ক্রুজের পাশে ছিলেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি। তার পরিচালনায় মিশন: ইমপসিবল সিরিজের সপ্তম ছবির শুটিং করতে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে গেছেন টম। গত ২৬ আগস্ট শহরটির ব্যাটারসি হেলিপোর্টে কালো হেলিকপ্টার থেকে নামতে দেখা গেছে তাকে। লকডাউনের পর মুক্তি পাওয়া টেনেট হলিউডের প্রথম বড় ক্যানভাসের ছবি। এতে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিকি, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে। আরও পড়ুন- মা হয়েছেন হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরি নেটিজেনদের অনেকের মন্তব্য, টম ক্রুজের ভিডিওটি দর্শকদের আবারও প্রেক্ষাগৃহে ফিরতে উদ্বুদ্ধ করতে পারে। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও তার প্রেক্ষাগৃহে যাওয়াকে কেউ কেউ সাহসের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। এক ভক্ত নোলানের ছবিতে তাকে দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন। এদিকে টম ক্রুজের নতুন সব ছবির মুক্তি পিছিয়ে গেছে। এর মধ্যে প্যারামাউন্ট পিকচার্স স্থগিত করেছে বহুল প্রতীক্ষিত টপ গান: ম্যাভেরিক। এটি প্রেক্ষাগৃহে আসবে ২০২১ সালের ২ জুলাই। এরপর নভেম্বরে দর্শকরা গোয়েন্দা ইথান হান্ট চরিত্রে তাকে ফের পাবে মিশন: ইমপসিবল সেভেন ছবিতে। সূত্র: বাংলা ট্রিবিউন এমএ/ ২৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Dc1wgg
August 28, 2020 at 11:47AM
28 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top