মুম্বাই, ২৮ আগস্ট- সুশান্ত সিং রাজপুত মামলায় (Sushant Singh Rajput case) সিবিআই তদন্ত শুরু হওয়ার পর একের পর এক তথ্য় ঝুলি থেকে বেরিয়ে আসছে। ইতিমধ্যেই রিয়ার বিরুদ্ধে বিষ খাইয়ে তাঁর ছেলেকে (Sushant Singh Rajput) খুন করার অভিযোগ তুলে তাঁকে গ্রেফতার করার দাবি তুলেছেন সুশান্তের বাবা। এই পরিস্থিতিতে NDTV-র মুখোমুখি হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), উগরে দিলেন তাঁর ক্ষোভ। পাশাপাশি বৃহস্পতিবার এই সাক্ষাৎকারের সময় সুশান্ত রাজপুতের পরিবারের প্রতি আবেদন করেছেন। তিনি বলেন, আমাকে ও আমার পরিবারকে ধ্বংস করার চেষ্টা করবেন না। রিয়া চক্রবর্তী একথাও বলেন, সুশান্ত সিং মৃত্যু মামলায় ভিত্তিহীন অভিযোগে তাঁকে আক্রমণ করা হচ্ছে। এমনকী তাঁর পরিবারকে এই ঘটনার কারণে অসহনীয় মানসিক চাপের মুখোমুখি হতে হচ্ছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে সিবিআই ছাড়াও আরও অনেকগুলো সংস্থা তদন্ত করছে। সুশান্ত সিং রাজপতের বাবার অভিযোগের জবাবে রিয়া চক্রবর্তী বলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে ছেলে হারানোর কষ্টে তাঁরা আমার সম্পর্কে যা বলছেন সেগুলো আমার উপর কী প্রভাব ফেলবে তা বুঝতে পারছেন না। আমি তাদের ছেলেকে ভালোবাসতাম, আমার প্রতি কি তাঁর কোনও মানবতা নেই? আমি তাঁর ছেলের যত্ন নিতাম। অন্ততপক্ষে মানবতা বলে তো একটা কথা আছে, আপনি যদি আমাকে ওঁর বান্ধবী হিসাবে পছন্দ নাও করেন তাহলেও অন্তত আমার প্রতি তাঁর ভালোবাসাকে তো শ্রদ্ধা করুন। আরও পড়ুন: মর্গে গিয়ে স্যরি বাবু বলার কারণ জানালেন রিয়া রিয়া NDTV-কে বলেন যে এই মামলার মাধ্যমে আমার মতো সাধারণ, নিরীহ, মধ্যবিত্ত পরিবারকে নষ্ট করার চেষ্টা চলছে। সুশান্ত সিং রাজপুত একজন অত্যন্ত ভালো ছেলে ছিলেন, যিনি গোটা পৃথিবীকে বদলাতে চেয়েছিলেন, একথাও বলেন রিয়া চক্রবর্তী। এম এন / ২৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32yTy9n
August 28, 2020 at 08:54AM
28 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top