করোনাভাইরাসের জেরে এমনিতেই এক বছর পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। তবে আগামী বছরেও সংক্রমণ কমবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এই অবস্থায় সংশয় তৈরি হয়েছিল অলিম্পিকের ভবিষ্যৎ নিয়েই। কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সহ-সভাপতি জন কোটস জানিয়েছেন, কোভিড থাকুক বা না থাকুক, আগামী বছর অলিম্পিক হচ্ছেই। কোটস জানিয়েছেন, বিশ্বযুদ্ধ ছাড়া কোনও কিছুতে অলিম্পিক বন্ধ থাকেনি। তাই কোভিড একে আটকে রাখতে পারবে না। তিনি বলেন, কোভিড থাকুক বা না থাকুক, অলিম্পিক হবেই। সূচি অনুযায়ী আগামী বছর ২৩ জুলাই শুরু হবে এই প্রতিযোগিতা। এরপরই তিনি জুড়ে দেন, অনেক দেশেই সংক্রমণ নিয়ন্ত্রণে এসে গেছে। আমাদের আরও সাবধান হতে হবে। জাপান অলিম্পিক আয়োজক কমিটির সঙ্গে কথাবার্তা চলছে। আরও পড়ুন :বাফুফের সভাপতি পদের জন্য লড়বেন বাদল-মানিক ২০২০ সালের জুলাই মাসে জাপানের টোকিওতে হওয়ার কথা ছিল গ্রীষ্মকালীন অলিম্পিক। কিন্তু বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। ওই সময় অলিম্পিক করা যাবে কিনা তা নিয়ে আলোচনায় বসেছিল অলিম্পিক আয়োজক কমিটি ও জাপানের প্রশাসন। তারপরেই ঠিক হয় এক বছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক। সূত্র: বাংলাদেশ প্রতিদিন এমএ/ ০৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/336pPVM
September 08, 2020 at 06:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top