কলকাতা, ০৭ সেপ্টেম্বর- দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বিজেপি সমর্থক এক গৃহবধূর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবার রাজ্য সরকারকে তুলোধনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তীব্র বিষোদগার করেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা। হিংসাকেই নীতি মেনেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার অধিকার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সমর্থকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এভাবেই রাজ্য সরকারের সমালোচনা করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৪ সেপ্টেম্বর রাজ্যজুড়ে গণতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করে বিজেপি। রাজ্যের অন্য এলাকাগুলির পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজেপি এই কর্মসূচি পালন করে। অভিযোগ, বিষ্ণুপুরে বিজেপি কর্মী অরুণ নষ্করের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। অরুণবাবুকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রীকে মারধর করতে শুরু করে দুষ্কৃতীরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে ওই মহিলাকে দুষ্কৃতীরা কাছ থেকে গুলি করে। রক্তাক্ত অবস্থায় বিজেপি সমর্থক রাধারানি নষ্কর নামে ওই মহিলাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতিতে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহুর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তাঁর পরিবার। এদিকে, বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ৪ তারিখ গোটা রাজ্যে বিজেপি গণতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করে। তার পর থেকেই জেলায়-জেলায় আক্রমণ চলছে। জায়গায় জায়গায় হামলা করা হচ্ছে। বোমাবাজি চলছে। বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে। একাধিক এলাকায় পুলিশের সামনেই হামলা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। আরও পড়ুন: ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল, জেলা সভাপতির কুশপুতুল পোড়ালেন কর্মীরা দলীয় কর্মীদের উপরে হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকেই নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মহিলাদের উপরেও হামলা হচ্ছে। বাংলার জন্য এটা খুবই লজ্জার। মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারে বসে থাকার নৈতিক অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্র: কলকাতা ২৪x৭ এম এন / ০৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35exXWM
September 07, 2020 at 03:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top