মুম্বাই, ০৭ সেপ্টেম্বর- সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিংহের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অভিযোগ আনলেন রিয়া চক্রবর্তী। সোমবার মুম্বাই পুলিশের কাছে সুশান্তের দিদি প্রিয়ঙ্কা সিংহের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। প্রিয়াঙ্কা ছাড়াও চিকিৎসক তরুণ কুমার এবং আরো কয়েকজনের নামে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর অভিযোগ, নকল প্রেসক্রিপশন বানিয়ে সুশান্তকে ওষুধ দিতেন তার দিদি। ভুয়ো প্রেসক্রিপশনের মাধ্যমেই তাকে মানসিক অবসাদের জন্য এমন কিছু ওষুধ দেওয়া হচ্ছিল যা বৈধভাবে কখনোই কেনা সম্ভব নয়। এই নিষিদ্ধ ওষুধ খাওয়ার পাঁচদিনের মধ্যেই সুশান্তের মৃত্যু হয়। এই প্রেসক্রিপশনেই সুশান্তকে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের আউট পেশেন্ট ডিপার্টমেন্টর রোগী বলে উল্লেখ করা হয়। তার মানে, তিনি সাময়িক চিকিৎসার জন্য ওই দিন সেখানে উপস্থিত ছিলেন। অথচ সেখানে উল্লেখ করা দিনটিতে অর্থাৎ ৮ জুন সুশান্ত মুম্বাইতে ছিলেন। সুশান্তের মৃত্যুর ঠিক ছয়দিন আগে তার সঙ্গে প্রিয়াঙ্কার হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর ভিত্তি করেই এই অভিযোগ দায়ের করেন রিয়া। সেখানে দেখা যায় প্রিয়ঙ্কা তাঁর ভাইকে লিব্রিয়াম, নেক্সিটো এবং লোনাজেপ নামের তিনটি ওষুধ খেতে বলেন। অ্যাংজাইটি অ্যাটাকর জন্যই নাকি সুশান্তকে এই ওষুধ দেন তিনি। অথচ এই তিনটি ওষুধকে টেলি মেডিসিনস প্র্যাকটিস গাইডলাইনসে ক্ষতিকর এবং নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন: ইমরানের বিপরীতে অভিনয় করবেননা ঐশ্বরিয়া রিয়া জানান, ভাই-বোনের মধ্যে ওষুধ নিয়ে এই আলোচনা সেই দিনই হয় যে দিন তিনি সুশান্তের বাড়ি ছেড়ে চলে যান। ছয় পাতার দীর্ঘ অভিযোগে রিয়া লেখেন, যারা সুশান্তকে এ ধরনের নিষিদ্ধ ওষুধ খাইয়ে তাঁকে বিপদের মুখে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া খুব জরুরি। সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবার দাবি করে, অভিনেতার মানসিক অবসাদের ব্যাপারে তারা কিছু জানত না। কিন্তু এই চ্যাট প্রকাশ্যে আসতেই এই কথার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠতে শুরু করে। তাহলে কি সত্যিই তাঁর দিদি ভুল ওষুধ খাওয়াতেন সুশান্তকে? বিষক্রিয়া থেকেই কি এই মৃত্যু? রিয়ার অভিযোগ অনেক নতুন প্রশ্ন আবার সামনে নিয়ে এল। সূত্র: আনন্দবাজার এম এন / ০৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bLVIXL
September 07, 2020 at 05:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top