নয়াদিল্লি, ০৭ সেপ্টেম্বর-দুবছরের সম্পর্ক অবশেষে পরিণতির পথে। ৩৭তম জন্মদিনে জীবনের অন্যতম সেরা গিফট পেলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শাটলার জোয়ালা গুট্টা। জন্মদিনে জনপ্রিয় তামিল অভিনেতা বিষ্ণু বিশালের সঙ্গে বাগদান সেরে ফেললেন ভারতের অন্যতম সফল মহিলা ডাবলস শাটলার। গার্লফ্রেন্ডের জন্মদিন সেলিব্রেট করতে সোজা হায়দরাবাদ পৌঁছে যান অভিনেতা বিশাল। বয়ফ্রেন্ডকে দেখে এমনতিই মুখে হাসি চওড়া হয়েছিল ৩৭ বছর বয়সী জোয়ালার। কিন্তু তাকে অবাক করে দেয় বয়ফ্রেন্ডের দেওয়া বিয়ের প্রস্তাব। বিশালের সঙ্গিনী হয়েই নতুন ইনিংস শুরু করতে সম্মতি দেন তিনি। বাড়িয়ে দেন বাঁহাতের অনামিকা। আংটি পরিয়ে প্রেমিকার হাতে ভালবাসা এঁকে দেন বিশাল। এমন আনন্দের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেও দেরি করেননি ভারতের ব্যাডমিন্টন তারকা। একাধিক ছবি পোস্ট করে লেখেন, নতুন জীবনের সূচনা। ইতিবাচকভাবে বাঁচা যাক। আপনাদের সকলের ভালবাসা আর আশীর্বাদ কাম্য। মধ্যরাতে একটি অত্যন্ত সুন্দর আংটি জোগাড় করে দেওয়ার জন্য ধন্যবাদ বসন্ত জৈনকে। ২০১১ সালে চেতন আনন্দের সঙ্গে বিচ্ছেদ হয় জোয়ালার। তারপর বছর কয়েক ধরেই বিশালের সঙ্গে চলে প্রেম পর্ব। এদিকে ২০১৮ সালে প্রথম স্ত্রী রজনী নটরাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জোয়ালার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় বিশালের। তার একটি ছেলেও রয়েছে। যদিও ভালবাসার কথা কখনও গোপনও করেননি ভারতীয় শাটলার। ভারতের এক সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, বিবাহ-বিচ্ছেদের পর আমি এবং জোয়ালা একে অপরকে অনেক বেশি করে সময় দেওয়ার চেষ্টা করতাম। ও ভীষণ ইতিবাচক একজন মানুষ যেটা আমার সবচেয়ে পছন্দ। জোয়ালার জীবনেও বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা নিজেদের মধ্যে কথা বলে একে অপরকে আরও বেশি করে বোঝার চেষ্টা করেছি। একইসঙ্গে ভালো থাকার চেষ্টা করেছি। আরও পড়ুন- মহিলা লাইন-জাজের গলায় আঘাত করে বহিষ্কৃত হলেন জোকোভিচ অভিনেতা আরও জানিয়েছেন, আমার বয়স এখন ৩৫। তাই এখন আমি কিশোর বয়সের প্রথম প্রেমে আর বিশ্বাসী নই। আমি এখন অনেক পরিণত এবং প্রাকটিক্যাল। দেখা যাক ভবিষ্যতে কী হয়। এর আগে অনেকবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি-ভিডিও পোস্ট করেছেন। সেই প্রেমই এবার পারিবারিক সম্পর্কে বদলে যাচ্ছে। শোনা যাচ্ছে, ভারতে করোনার প্রকোপ কমলেই সাত পাকে বাঁধা পড়তে পারেন বিশাল-জোয়ালা। সূত্র: বাংলাদেশ জার্নাল এমএ/ ০৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZbMz5l
September 07, 2020 at 05:09PM
07 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top