মুম্বাই, ০৭ সেপ্টেম্বর- খুব শিগগিরই ছোটপর্দায় উপভোগ করা যাবে দুর্ধর্ষ অভিযাত্রী বিয়ার গ্রিলসের সঙ্গে অক্ষয় কুমারের জঙ্গল অভিযান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তামিল মেগাস্টার রজনীকান্তের পর এবার বলিউড সুপাস্টার অক্ষয় কুমার অংশ নিচ্ছেন বিয়ার গ্রিলসের ইনটু দ্য ওয়াইল্ড অভিযানে। ইনস্টাগ্রামে ইনটু দ্য ওয়াইল্ডর প্রতীক্ষিত এই পর্বের একটি টিজার ভিডিও শেয়ার করে অক্ষয় কুমার লেখেন, যখন একজন পশ্চিমা অ্যাড্রেনালিন অভিযাত্রী প্রাচ্যের অ্যাকশনপ্রিয় নায়কের সঙ্গে মেলেন, তখন অগ্নিকাণ্ড ঘটে যাবে এমনটা ভাববেন না। কারণ, আমরা শুধু ভ্রাতৃত্বই খুঁজে পাই। দুই স্বাস্থ্যসচেতন ব্যক্তির বিপজ্জনক এলাকায় ঘোরাঘুরি সত্যিই উপভোগ করেছি। আরও পড়ুন:ইমরানের বিপরীতে অভিনয় করবেননা ঐশ্বরিয়া অক্ষয়ের সঙ্গে গ্রিলসের এই পর্বটি চলতি বছরের জানুয়ারি মাসে ভারতের বান্দিপুর ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভে শ্যুট করা হয়। আগামী ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ইনটু দ্য ওয়াইল্ডর এই বিশেষ পর্বটি প্রচার হবে ডিসকভারি+ অ্যাপে। এরপর ডিসকভারি চ্যানেলে পর্বটি প্রচার হবে ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায়। একযোগে এটি প্রচার হবে হিন্দি, তামিল, মালয়ালম, কন্নড়, তেলুগু, ইংরেজি ও বাংলা ভাষায়। এমএ/ ০৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bHE5s0
September 07, 2020 at 05:39PM
07 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top