ইসলামাবাদ, ৩০ সেপ্টেম্বর- টেস্ট দলের অধিনায়ক আজহার আলী নিয়মিত সদস্য হতে পারেননি ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটে। পাকিস্তানে শুরু হচ্ছে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে ব্যাটে-বলে ধাপিয়ে বেড়াবেন সতীর্থরা কিন্তু আজহার সেসব দেখবেন ধারাভাষ্য কক্ষ থেকে। আজ বুধবার থেকে শুরু হয়েছে এই টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের জন্য ঘোষিত ধারাভাষ্য প্যানেলে যোগ দিয়েছেন টেস্ট অধিনায়ক আজহার। খেলোয়াড় হিসেবে তিনি একাও নন। সিন্ধু প্রদেশের হয়ে খেলা শেহজার আহমেদও আছেন আজহারের সঙ্গে। আরও পড়ুন: রাজস্থানের বিপক্ষে লড়াকু সংগ্রহ কলকাতার দুজনই নিয়মিত নিয়মিত খেলে থাকেন পাকিস্তানের ঘরোয়া লঙ্গার ভার্শন ক্রিকেটে। আজহার আলীর জন্য ধারাভাষ্য দেয়া অবশ্য এবারই প্রথম নয়। গত পাকিস্তান সুপার লিগেই কয়েকটি ম্যাচের ধারাভাষ্য কক্ষে শোনা গেছে তার গলার আওয়াজ। এ নিয়ে আজহার বলেন, ধারাভাষ্য দেয়াটা বেশ রোমাঞ্চকর। অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। তবে একটা বিষয়, যেটা আমি খুব কাছ থেকে দেখতে পাব তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের। যা আমকে ভবিষ্যতে বেশ সাহায্য করবে। সূত্র : আরটিভি এন এইচ, ৩০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3n4xf4S
September 30, 2020 at 07:30PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন