আবুধাবি, ৩০ সেপ্টেম্বর- শুবাম গিলের ৩৩ বলে ৪৭ রান ছাড়া আর কেউই লম্বা করতে পারেনি ইনিংস। আন্দ্রে রাসেল ছয়ের ঝড় তুলেছিলেন ঠিকই তবে মুহূর্তেই সেটি মিলিয়ে যায়। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসরের ১২তম ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়ালস। ব্যাটিংয়ে নেমে ওপেনার সুনীল নারিন ১৫ রানে ফেরেন জয়দেব উনাদকাটের বলে বোল্ড হয়ে। এরপর নিতিশ রানা ২২ রানে ফেরেন রাহুল তেওয়াতিয়ার বলে ক্যাচ দিয়ে। আন্দ্রে রাসেল নেমে দ্রুত রান তোলার চেষ্টা করলেও আঙ্কিত রাজপুতের বলে ক্যাচ দেন ১৪ বলে ২৪ রান করে। অধিনায়ক দীনেশ কার্তিক ব্যর্থ, সাজঘরে ফেরেন ১ রান করে। আরও পড়ুন: এবার আরও একবার বিনোদন দুনিয়ায় প্রযোজকের ভূমিকায় মহেন্দ্র সিং ধোনি এরপর সবাই যখন ব্যর্থ হয়ে সাজঘরে ফিরছেন তখন এউইন মরগ্যান হাল ধরেন দলের। ২৩ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলে দলকে এনে দেন লড়াকু সংগ্রহ। কুড়ি ওভার শেষে কলকাতার সংগ্রহ ৬ উইকেটে ১৭৪ রান। রাজস্থানের হয়ে ২ উইকেট নেন জোফরা আর্চার। রাজস্থান রয়্যালস: জস বাটলার (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রায়ান পারাগ, রাহুল তেওয়াতিয়া, স্রেয়াশ গোপাল, টম কারান, জোফরা আর্চার, অঙ্কিত রাজপুত ও জয়দেব উনাড়কট। কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, সুনিল নারিন, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক ও অধিনায়ক), নিতিশ রানা, এউইন মরগ্যান, আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, প্যাট কামিন্স, শিবাম মাভি, কুলদিপ যাদব ও বরুন চক্রবর্তী। সূত্র : আরটিভি এন এইচ, ৩০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3ju0Ke8
September 30, 2020 at 07:24PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন