বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সেই দলে জায়গা হয়নি দেশটির তারকা ফুটবলার ডি মারিয়ার। বৃহস্পতিবার একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে ৩২ বছর বয়সী এ তারকা ফুটবলার বলেছেন, আমি শারীরিকভাবে ফিট থাকার পরও কেনো দলে ডাক পেলাম না, তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। অনেকে বলছেন আমার বয়স ৩২ হয়ে গেছে; কিন্তু আমি তরুণদের মতোই খেলা চালিয়ে যাচ্ছি, প্রতি ম্যাচেই পারফর্ম করছি। তিনি আরও বলেছেন, আমার এখনও ঠিক বুঝে আসছে না যে, কেন আমি ডাক পেলাম না, হয়তো তারা আমাকে চায় না। তবে দলে সুযোগ পাওয়ার জন্য আমাকে লড়াই করেই যেতে হবে। আগামী ৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই শুরু করবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আরও পড়ুন:সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে বায়ার্ন আর্জেন্টিনার হয়ে ১০২ ম্যাচে ২০ গোল করা ডি মারিয়া আরও বলেছেন, ৩২ বছর বয়সে আমি বুড়ো? এটাই যদি কারণ হয় তাহলে সবার ক্ষেত্রেই এটা করা উচিত, লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দির ক্ষেত্রেও করা উচিত। চলতি মাসের শুরুর দিকে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য চার ম্যাচ নিষিদ্ধ হন ডি মারিয়া। সূত্র: যুগান্তর আডি/ ২৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Htg2Sp
September 25, 2020 at 03:59PM
25 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top