ঢাকা, ২৫ সেপ্টেম্বর- বহুদিন বাদে ব্যস্ত এফডিসি। এদিন এফডিসিতে ছিলেন শাকিব খান। শুটিংয়ে ছিল বেশ কয়েকটি দলও। এর মধ্যে শুটিং করছেন ইমন, নিরব ও জনপ্রিয় মডেল পিয়া জান্নাতুল। এ ছাড়া পরিচালক সমিতি সংলগ্ন এক নাম্বার শুটিং ফ্লোরে নৃত্য পরিচালক হাবিবের কোরিওগ্রাফিতে চলে মিউজিক ভিডিওর শুটিং প্রযোজক সমিতির সামনে একটি বিজ্ঞাপনের শুটিং করেন নিরব ইমন। বিজ্ঞাপনের মাধ্যমে প্রায় ১০ বছর পর একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করছেন ইমন-নিরব। মজার বিষয় হলো, এই বিজ্ঞাপনে নিরবকে দেখা যাবে তাঁর মুক্তি পাওয়া আলোচিত ছবি আব্বাস-এর লুকে। আর ইমনকে দেখা যাবে তাঁর মুক্তি প্রতীক্ষিত ছবি আকবর-এর লুকে। বিজ্ঞাপনটির বাড়তি চমক মডেল পিয়া। তাঁকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। দিনব্যাপী শুটিংয়ের পর আব্বাস ও আকবরের সঙ্গে সন্ধ্যায় দেখা হয় নবাবের। কারণ এফডিসিতে শাকিব খান তাঁর নবাব এলএলবির শুটিং করতে বিকেলে হাজির হন। আরও পড়ুন-ব্রিটিশবিরোধী বিপ্লবী নারী চরিত্রে পরীমনি চিত্রনায়ক শাকিব খানের নবাব এলএলবির সেটে নিরব-ইমনকে আব্বাস ও আকবরের লুকে দেখে খুশি হন তিনি। তিনি জানান, এই লুক দারুণ পছন্দ হয়েছে তাঁর। পরামর্শ দেন এই লুকে দুজনকে কোনো ছবিতে অভিনয় করার। এ সময় নবাবের সঙ্গে আকবর ও আব্বাসের ফটোসেশন হয়। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই করোনাকালে শুটিং শুরু হওয়ায় এফডিসির চিত্রটা পাল্টে গেছে। সূত্র: কালের কন্ঠ আডি/ ২৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3mVyzau
September 25, 2020 at 04:13PM
25 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top