আবুধাবি, ২৩ সেপ্টেম্বর- মহেন্দ্র সিং ধোনি কি ফুরিয়ে গেছেন? মঙ্গলবার রাতের পর এই প্রশ্নটা আবারও জোরেসোরে উঠতে শুরু করেছে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হাইস্কোরিং ম্যাচে শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়ে কিছুটা মান বাঁচিয়েছেন ধোনি। কিন্তু দল চেন্নাই সুপার কিংসকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি। লক্ষ্য ছিল ২১৭ রানের। এত বড় লক্ষ্য তাড়া করতে যেমনভাবে দায়িত্ব নেয়া দরকার, ধোনি সেভাবে নিতে পারেননি। বরং সাত নম্বরে নেমে সমালোচিত হচ্ছেন বেশ। শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ২৯ করলেন বটে, কিন্তু ততক্ষণে ম্যাচের নিষ্পত্তি হয়ে গেছে। চেন্নাই হেরেছে ১৬ রানে। চেন্নাইয়ের এমন হারের পেছনে ধোনিরই বড় দায় দেখছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সকে দুইবার শিরোপা জয়ে নেতৃত্ব দেয়া এই অধিনায়ক রীতিমত ধুয়ে দিয়েছেন চেন্নাই দলপতিকে। ক্রিকইনফোর সঙ্গে আলাপে ধোনিকে নিয়ে গম্ভীর বলেন, সত্যি করে বলতে আমি বেশ অবাক হয়েছি। এমএস ধোনি সাত নম্বরে ব্যাটিংয়ে নামলো? তার আগে পাঠাল রুতুরাজ গাইকওয়াদ, স্যাম কুরানকে। এর কোনো মানে দেখি না আমি। বরং তার উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেয়া। একে সামনে থেকে নেতৃত্ব দেয়া বলে না। ২১৭ তাড়া করতে নেমে সাত নম্বরে ব্যাটিং? ম্যাচটা তখনই শেষ। ফাফ (ডু প্লেসিস) শুধু একাই লড়েছে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানে ৫ উইকেট হারানোর পর ধোনি আর ডু প্লেসিস মিলে গড়েন ৬৫ রানের জুটি। ডু প্লেসিস ৩৭ বলে ৭২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে থামেন। কিন্তু ধোনি শুরুটা করেছিলেন একদম কচ্ছপ গতিতে, নিজের প্রথম ১২ বলে ৯ রানের বেশি নিতে পারেননি। আরও পড়ুন-২ বলে ২৭ রান আর্চারের! ম্যাচ হারের পর শেষ ওভারে ধোনির তিন ছক্কা নিয়ে কথা বলার কিছু দেখছেন না গম্ভীর। তার ভাষায়, আপনি শেষ ওভারে তার তিন ছক্কা নিয়ে বলতে পারেন। কিন্তু সত্যি বললে এটা কোনো কাজে আসেনি। এটা শুধু ছিল তার ব্যক্তিগত রান। দেখুন, অন্য কেউ যদি এমন করতো, অন্য কোনো অধিনায়ক সাত নম্বরে নামতো, তবে তাকে চাঁছাছোলা করা হতো। ধোনি বলেই হয়তো মানুষ কথা বলছে না। সূত্র: জাগো নিউজ আডি/ ২৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30ima6P
September 23, 2020 at 10:30AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন