ঢাকা, ১৩ সেপ্টেম্বর- রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম সিনেমা নোনা জলের কাব্য-এর প্রদর্শনী হতে যাচ্ছে লন্ডনে। ৭ থেকে ১৮ অক্টোবর যুক্তরাজ্যে বসবে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৬৪তম আসর। করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়াল ও ফিজিক্যালি এবার ৫৮টি ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে ৪৪টি ছবি দেখা যাবে শুধু অনলাইনে, তার একটি নোনা জলের কাব্য। এ প্রদর্শনী নিয়ে অভিমত ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, এটি তাঁরা পুরো দলের জন্য অবিশ্বাস্যরকম খুশির একটি উপলক্ষ। এ ছবির সঙ্গে যুক্ত পটুয়াখালীর জেলেদের স্মরণ করেন তিনি। জানান, তাদের স্বর শুনতে চান। তাদের সমস্যাসংকুল জীবনের কথা শোনাতে চান সবাইকে। সুমিত আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের তরুণ চিত্রনির্মাতাদের উপলক্ষটি উদ্দীপনা জোগাবে। স্বাধীনধারার চলচ্চিত্রে সমর্থন দেওয়ার জন্য উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান সুমিত। জেলেপাড়ার জীবন নিয়ে এ ছবিতে অভিনয় করেছেন তিতাস জিয়া, ফজলুর রহমান বাবু, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, আমিনুর রহমান মুকুলসহ অনেকে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ সরকারের অনুদানসহ বেশ কয়েকটি বিদেশি তহবিল জিতেছে এ ছবি। ছবিটি সরকারি অনুদান পেয়েছিল ৫০ লাখ টাকা। আরো প্রায় ৭৫ লাখ টাকা এসেছিল ফরাসি সরকারের সিএনসির সিনেমা দ্যু মন্ড গ্রান্ট থেকে। এ ছবির ফরাসি প্রযোজক এর আগে অস্কারজয়ী তথ্যচিত্র মার্চ অব দ্য পেঙ্গুইন প্রযোজনা করেছেন। এ ছাড়া বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেছে হাফ স্টপ ডাউন। নোনা জলের কাব্য চিত্রনাট্যের জন্য পেয়েছিল স্পাইক লি রাইটিং গ্রান্ট। আরও পড়ুন-সৃষ্টিশীল কাজ ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়: নওশাবা এ ছাড়া নোনা জলের কাব্য টরিনো ফিল্ম ল্যাব অডিয়েন্স ডিজাইন ফান্ড-২০২০ পায়। এর অধীনে সুমিত তাঁর চলচ্চিত্রকে বিশ্বের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য পেয়েছেন ৪৫ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫ লাখ টাকা। সিনেমাটির চিত্রনাট্য ভারতের ফিল্ম বাজারেও নির্বাচিত হয়। সূত্র: এনটিভি এমএ/ ১৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RpCqh6
September 13, 2020 at 08:56AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.