ঢাকা, ১৩ সেপ্টেম্বর- সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৮ অক্টোবর। তার আগেই শ্রীলংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে নাম উঠেছে সাকিবের। কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে নিলামে নাম থাকলেও তাতে ভঙ্গ হচ্ছে না নিষেধাজ্ঞার শর্ত। আইসিসি জানিয়েছে, বাংলাদেশের এই অলরাউন্ডার সরাসরি কোনো ক্রিকেট কার্যক্রমে সম্পৃক্ত না থাকলে কোনো সমস্যা হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে নিয়ে বেশ সতর্ক। বিসিবি জানিয়েছে সাকিবের বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে। এলপিএলের নিলামে বিশ্ব ক্রিকেটের আরও অনেক তারকার সঙ্গে সাকিবের নামও থাকছে বলে জানা যায় শুক্রবার। নিলাম হওয়ার কথা ১ অক্টোবর। অর্থাৎ সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ার ২৭ দিন আগে অনুষ্ঠিত হবে নিলাম। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে তার নাম নিলামে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তৈরি হয়েছিল সংশয়। আইসিসি মিডিয়া ও কমিউনিকেশন্স ম্যানেজার রাজশেখর রাও ব্যাখ্যা করেছেন বিষয়টি। তিনি বলেন, আমরা যতদূর জানি, সে যদি সরাসরি কোনো ক্রিকেট কার্যক্রমে সম্পৃক্ত না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। এদিকে বিসিবি এখনও জানে না কারা বাংলাদেশ থেকে এলপিএলে খেলতে আগ্রহী। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমাদের কাছে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব আসেনি। কিছু আসলে তখন আমরা বিষয়টা দেখব। আর ঘরোয়া টুর্নামেন্টের জন্য তো আমাদের খেলোয়াড়দের একটি নির্দেশনা দেয়াই রয়েছে। তার আলোকেই আমরা সিদ্ধান্ত নেব। সাকিবের ব্যাপারে বলেন, আমাদের এখানে বলার কিছু নেই। আকসুর সঙ্গে সাকিবের নিয়মিত যোগাযোগ আছে, নিশ্চয়ই কথা বলেই সাকিব পদক্ষেপ নিচ্ছেন। আরও পড়ুন-করোনা ঠেকাতে সতর্ক অবস্থানে বিসিবি এবার তামিম ইকবালসহ বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটারের নাম থাকছে এলপিএলের নিলামে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে ১৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে দলে নিতে পারবে সর্বোচ্চ ছয়জন করে বিদেশি ক্রিকেটার। সূত্র: যুগান্তর এমএ/ ১৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3mgnT5Q
September 13, 2020 at 08:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top