ঢাকা, ১৫ সেপ্টেম্বর- বিরতির পর আবারও ছবির শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে পুরনো কোনো কাজ নয়, পপি ফিরছেন নতুন ছবির শুটিংয়ে। নাম ভালোবাসার প্রজাপতি। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এটি যৌথভাবে পরিচালনা করবেন রাজু আলীম ও মাসুমা তানি। পপি বলেন, নতুন ছবিটি আমার জন্মদিনে উপহার হিসেবে পেয়েছি। এর গল্পটি অসাধারণ। এতে আমি অভিনয় করব একজন চিকিৎসকের চরিত্রে। আশা করি, দর্শকদের তা ভালো লাগবে। জানা গেছে, ছবিতে উঠে আসবে ভালোবাসা, লকডাউন, ডিভোর্সের গল্প। আর খুব শিগগিরই শুরু হচ্ছে এর শুটিং। এদিকে, করোনা জয় করে গত মাসের শেষদিকে ঢাকায় ফিরেছেন পপি। বর্তমানে তিনি নগরীর ইস্কাটনের বাসাতেই আছেন। আরও পড়ুন- কমনওয়েলথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জয়া পপি বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর এখনো শরীর কিছুটা দুর্বল লাগে। চিকিৎসকের পরামর্শে চলছি। স্বাস্থ্যবিধি মেনেই কাজ শুরু করব। আডি/ ১৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Rretq3
September 15, 2020 at 11:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top