ঢাকা, ১৫ সেপ্টেম্বর- শুটিং করতে গিয়ে আহত হয়েছেন নাট্যাভিনেতা ইরফান সাজ্জাদ। সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে মাহাদি হাসান পিয়াল এর রচনা ও পরিচালনায় তোমার জন্য অর্কিড ভালবাসা নাটকের শুটিং করতে গিয়ে ডান হাতের জ্যেষ্ঠ আঙ্গুলে গুরুত্বর চোট পায় এই অভিনেতা। একটি হাসপাতালের দৃশ্য ধারণকালে, হাসপাতালের বিছানা সরানোর সময় ইরফান সাজ্জাদ এর জ্যেষ্ঠ আঙ্গুলে চাপ লাগে। তৎক্ষণাত শুটিং বন্ধ করে ইরফান কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। লোহার বিছানায় চাপা লাগার দরুণ ইরফানের আঙ্গুলের আংশিক চামড়া উঠে যায় এবং রক্তপাত হয়। ইরফান সাজ্জাদ সে অবস্থায়-ই বাকি শুটিং শেষ করে। দৃশ্যটি ঐ দিনের শেষ দৃশ্য ছিল। আরও পড়ুন-মোশাররফ-মমের ভালোবাসা পরিচালক মাহাদি হাসান পিয়াল জানান, ইরফানের আঙ্গুলের জায়গাটা বেগুনি রং নিচ্ছে ক্রমাগত, ব্যাথা ও আছে। এমতাবস্থায়ও ইরফান অন্য আরেকটি নাটকের শুটিং করছেন। নিজে আহত হয়েও একমাত্র ডেডিকেশনের কারণেই সে এখনও কাজ করছে। এমি এইচ পি এন্টারটেইনমেন্ট প্রযোজনা এই নাটকটিতে ইরফানের সঙ্গে জুটি বেঁধেছেন সায়মা সাইকা আলম। নাটকটির অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেনে, আনন্দ খালেদ, লোবা, তুহিন হাসান, জি এম মাসুদ, জীবন প্রমুখ। খুব শিগগিরই নাটকটি প্রচার করা হবে। সূত্র: বাংলাদেশ জার্নাল এমএ/ ১৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RresT1
September 15, 2020 at 11:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top