ঢাকা, ০৩ সেপ্টেম্বর- প্রিয় তারকা ক্রিকেটার সাকিব দেশে ফেরার মুহূর্ত থেকে ভক্ত-সমর্থকদের মনে রাজ্যের কৌতুহল- আচ্ছা দেশে ফিরে কি সাকিব করোনা টেস্ট করিয়েছেন? করিয়ে না থাকলে কবে, কখন করবেন? বৃহস্পতিবার সকাল থেকেই এ প্রশ্ন অনেকের মনেই উঁকি-ঝুকি দিচ্ছে। সাকিবের কি করোনা টেস্ট করানো হয়েছে? জাগো নিউজের কাছ থেকে এ প্রশ্ন ছুড়ে দিতেই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর ব্যাখ্যা, আমরা এখন পর্যন্ত কিছু জানি না। কারণ, সাকিব দেশে ফিরে আমাদের কিছু জানাননি। জানালে আমরা বোর্ডের পক্ষ থেকে অবশ্যই করোনা টেস্ট করানোর সব ব্যবস্থা করে দেব। দেবাশীষ চৌধুরী আরও জানান, সাকিব ব্যক্তিগতভাবেও করোনা টেস্ট করাতে পারেন। সেটা তার ব্যাপার। তিনি চাইলেই করোনা টেস্ট করাতে পারেন। আমাদের (বোর্ডের) মাধ্যমেও হতে পারে। ডাঃ দেবাশীষের এমন মন্তব্যই বলে দেয় সাকিব বোর্ডের মাধ্যমে এখন পর্যন্ত করোনা টেস্ট করাননি। তবে করাবেন না, কিংবা করাবেনই এমনটাও নিশ্চিত করে বলার উপায় নেই। সাকিব গতকাল (বুধবার) প্রথম প্রহরে দেশে ফিরে এসেছেন সাকিব। হয়ত দীর্ঘ ভ্রমণক্লান্তির কারণে বুধবার বিশ্রাম নিয়েছেন। ধারণা করা হচ্ছে আজ বৃহস্পতিবার করোনা টেস্ট করাবেন। তবে ডাঃ দেবাশীষ চৌধুরী একটি কথা বলেছেন, তা শুনে মনে হচ্ছে সাকিব করোনা টেস্ট নাও করাতে পারেন। তার কথা, সাকিব আন্তর্জাতিক ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে বিমানে দেশে ফিরে এসেছেন। বিমানে ওঠার আগেই তার করোনা টেস্ট করানো হয়েছে এবং সেই রিপোর্ট নেগেটিভ থাকার কারণেই বিমান ভ্রমণে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা আসার অনুমতি মিলেছে। আরও পড়ুন- অবশেষে দেশে ফিরেছেন সাকিব পরক্ষণে দেবাশীষ বলেন, কাজেই দেশে ফেরার পর আর তার নতুন করে করোনা টেস্ট বাধ্যতামুলক নয়। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যনীতি অনুযায়ী তার করোনা টেস্ট করানোর চেয়ে আইসোলেশনে থাকা বেশি জরুরি এবং সেটাই সরকারের নির্দেশ। সাকিব আইসোলেশনে থাকলে আর নতুন করে করোনা টেস্টের দরকার পড়বে না। দেবাশীষ চৌধুরীর ওই মন্তব্যই বলে দিচ্ছে, সাকিব যে করোনা টেস্ট করাবেনই- এমনটাও খুব জোর দিয়ে বলা যাচ্ছে না। সূত্রঃ জাগো নিউজ আডি/ ০৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gXDkfc
September 03, 2020 at 09:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top