অফিসিয়াল টুইটার পেজে প্যারিস সেন্ত জার্মেই নিশ্চিত করেছে, তাদের তিন খেলোয়াড়ের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। যদিও নাম প্রকাশ করেনি কারও। দুজনের নাম আগে থেকেই বলা হচ্ছিল ইউরোপিয়ান মিডিয়ায়- আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস। তৃতীয় খেলোয়াড়টি ঘিরে ছিল নানা গুঞ্জন। সেই তালিকায় ছিলেন নেইমারও। আজ (বুধবার) পিএসজি তিন খেলোয়াড়ের করোনো আক্রান্তের খবর দেওয়া পর ফরাসি সংবাদমাধ্যম লেকিপ ছেপেছে, তৃতীয় খেলোয়াড়টি নেইমারই। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারের পর অবকাশ যাপনে পিএসজির বেশ কয়েকজন খেলোয়াড় গিয়েছিলেন ইবিজায়। সেখান থেকে ফিরেই করোনা ধরা পড়েছে তিনজনের শরীরে। ডি মারিয়া ও পারেদেসের পজিটিভ আসায় নেইমারকে নিয়ে শঙ্কা। কারণ এই দুজনের কাছাকাছি ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যদিও গতকাল লেকিপ ছেপেছিল, তৃতীয় খেলোয়াড়টি আর্জেন্টাইন স্ট্রাইকার মার্কো ইকার্দি। তবে আজ ফরাসি সংবাদমাধ্যমটি জানিয়েছে নেইমারের নাম। তাদের দাবি, করোনা পজিটিভ হওয়ার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখন আছেন আইসোলেশনে। আরও পড়ুন- মেসিকে ছাড়বে না বার্সা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলায় পিএসজির এবারের মৌসুম শুরু হচ্ছে দেরিতে। দুই দফা তাদের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নতুন সূচিতে ১০ সেপ্টেম্বর ফরাসি লিগের প্রথম ম্যাচে লঁসের বিপক্ষে মাঠে নামবে তারা। কিন্তু এর আগেই করোনা থাবা বসিয়েছে ফরাসি ক্লাবটিতে। সূত্র: বাংলা ট্রিবিউন এমএ/ ০৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32Rve2H
September 03, 2020 at 07:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন