কোভিড-১৯ থেকে পুরোপুরি মুক্ত হয়ে কাজে যোগ দিয়েছেন দ্য রকখ্যাত অভিনেতা ডোয়াইন জনসন। নেটফ্লিক্সের অ্যাকশন কমেডি থ্রিলার রেড নোটিসর শুটিং পুরোদমে শুরু করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শুটিং সেটের একটি ছবি শেয়ার করেন জনসন। ছবিতে তার ও তার পরিচালক রাওসন মার্শাল থারবারের মুখে মাস্ক ও ফেসশিল্ড দেখা যায়। ছবিটি শেয়ার করে দ্য রক লেখেন, পৃথিবী বদলে গেছে। তাই আমাদের কর্মপদ্ধতিও বদলে গেছে। আনুষ্ঠানিকভাবেই আমরা রেড নোটিস শুটিংয়ে ফিরেছি। এজন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। আমাদের দলটি কাঁধে কাঁধ মিলিয়ে দারুণভাবে কাজ করছে। আর এরইমধ্যে আমি আমার পরিচালকের কথা শোনার ভান করতে থাকব। ছবিতে দেখা যাচ্ছে তিনি আমার নিশানা করার লক্ষ্য দেখিয়ে দিচ্ছেন, যোগ করেন তিনি। আরও পড়ুন- টিকটক গার্ল থেকে হলিউড অভিনেত্রী রেড নোটিস সিনেমায় রকের সঙ্গে অভিনয় করছেন ওয়ান্ডার ওম্যানখ্যাত গাল গাদোত এবং ডেডপুলখ্যাত রিয়ান রিনল্ডস, দ্য আমব্রেলা অ্যাকাডেমি অভিনেত্রী রিতু আরিয়া, দ্য থ্রি স্টুজেস অভিনেতা ক্রিস ডায়াম্যান্টোপোলোস প্রমুখ। এমএ/ ২০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3mCyeJk
September 20, 2020 at 05:48PM
20 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top