মুম্বাই, ২৫ সেপ্টেম্বর- ধারাভাষ্যকার ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্সের হঠাৎ মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছেন তার আইপিএলর ধারাভাষ্য কক্ষে তার সতীর্থ স্বদেশি ব্রেট লি। অজি দলের সাবেক এই পেসারজানালেন, জোন্সকে শেষ চেষ্টা করেও বাঁচাতে পারেননি। হৃদ্রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে না ফেরার দেশে চলে যান অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার জোন্স। অথচ এদিন সকালে নাশতার টেবিলেও তার পাশে ছিলেন লি। আইপিএলের সম্প্রচারক চ্যানেলের হয়ে ধারাভাষ্য দেওয়ার জন্য ব্রেট লি, ডিন জোন্সরা মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন। এবার করোনার কারণে মাঠ থেকে কমেন্ট্রি করার সুযোগ নেই। আরও পড়ুন: শ্রীঘই আসছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ঘোষণা তাই কমেন্টেটরদের ভার্চ্যুয়ালি কাজ করতে হচ্ছে, যা সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। সবাই মিলে হই হুল্লোড়ের মধ্যেই কাজ করছিলেন। কিন্তু হঠাৎ এই ছন্দপতন। দলের অন্যতম সদস্য সবাইকে ছেড়ে চলে গেলেন। বৃহস্পতিবার ব্রেকফাস্ট টেবিল থেকে ওঠার পরই অস্বস্তি বোধ করেন ডিন জোন্স। এরপরই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থল থাকা ব্রেট লি সিপিআর প্রক্রিয়ার মাধ্যমে ডিন জোন্সকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। চিকিৎসকেরা জানিয়েছেন, ভয়ানক স্ট্রোক হয়েছিল সাবেক অজি তারকার। আর তাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। জোন্সের সঙ্গে শেষ সময়ের স্মৃতিটুকু বলতে যেন জড়িয়ে আসে ব্রেট লির কণ্ঠ-কে ভেবেছিল... সকালে ঘুম ভাঙার পর ডিনোর সঙ্গে নাশতা করেছি। এরপর একটু দৌড়েছে। এভাবে সে নিজেকে ফিট রাখত। হ্যাঁ, মুম্বাইয়ে আমরা জৈব সুরক্ষিত পরিবেশের মধ্যেই রয়েছি। কে ভেবেছিল কয়েক ঘণ্টা পরই তার হার্ট অ্যাটাক কিংবা হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দেবে...। সূত্র : দেশ রূপান্তর এন এইচ, ২৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3082IJC
September 25, 2020 at 01:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top