কলম্বো, ২৫ সেপ্টেম্বর- চৌদ্দ দিনের কোয়ারেন্টাইনে থাকার শর্ত মেনে টাইগাররা শ্রীলঙ্কা সফরে যাবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এরই মধ্যে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে তিন ম্যাচের অনিশ্চত টেস্ট সিরিজটি নিয়ে নতুন করে আশার খবর পাওয়া গেছে। নাম-পদবি গোপন রেখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে দেশটির এক অনলাইনের খবরে বলা হয়েছে, উভয় বোর্ড করোনা বিষয়ে নতুন একটি গাইডলাইন ঠিক করতে সম্মত হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ দলের সফরটি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে খবরটিতে বলা হয়েছে। আরও পড়ুন: রেকর্ডময় সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন রাহুল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড-এসএলসির একটি সূত্র ডেইলি মিররকে বলেছেন, আমরা চাই, এই সফরটি হোক। কেননা এর পর পরই এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) শুরু হবে। অন্য দেশের খেলোয়াড়রাও এলপিএলেও অংশগ্রহণ করবে। একটি দলের বিপক্ষে খেলে আমরা বিশ্বকে দেখাতে চাই, এই পরিস্থিতি আমরা কীভাবে সামাল দেব। আমাদের দেশ বাংলাদেশ থেকে নিরাপদ। তাদের খেলোয়াড়রা এই দেশে নিরাপদে থাকবে। আমরা তাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। নতুন একটি গাইডলাইন ঠিক করতে উভয় বোর্ডের মতৈক্য হয়েছে এবং খুব সম্ভব এই সফর হবে। খবরে বলা হয়েছে, সূচি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর করোনাভাইরাস টেস্ট শেষে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ দলের। তা না হওয়ায় নতুন করে এখন সফরের দিন-তারিখ ঠিক করা হবে। সূত্র : দেশ রূপান্তর এন এইচ, ২৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cuvKYZ
September 25, 2020 at 01:30PM
25 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top