কলকাতা, ২৮ সেপ্টেম্বর- বাংলায় কিছুতেই যেন করোনা সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না৷ বিশেষ করে কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলায়৷ বেশ কিছুদিন ধরে রাজ্যে দৈনিক তিন হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন৷ যদিও সুস্থতার হার বেড়ে ৮৭.৭৩ শতাংশ৷ সোমবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,একদিনে ৫৬ জনের মৃত্যু হয়েছে৷ রবিবার ছিল ৬০ জন৷ তবে একদিনে কিছুটা হলেও কমল মৃতের সংখ্যা৷ সব মিলিয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৪,৮৩৭ জন৷ যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতারই ১৫ জন৷ উত্তর ২৪ পরগনার ৮ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়ার ৯ জন৷ হুগলির ৪ জন৷ পূর্ব বর্ধমান ১ জন৷ পশ্চিম মেদিনীপুর ৬ জন৷ ঝাড়গ্রাম ১ জন৷ বাকুড়া ১ জন৷ নদিয়া ১ জন৷ মুর্শিদাবাদ ২ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ১ জন৷ কোচবিহার ১ জন৷ আলিপুরদুয়ার ২ জন৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,১৫৫ জন৷ রবিবার ছিল ৩,১৮৫ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ৫০ হাজার ৫৮০ জন৷ তবে এদিনও নতুন আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে উঠার সংখ্যাটা কম৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৯২৩ জন৷ রবিবার ছিল ২,৯৪৬ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লক্ষ ১৯ হাজার ৮৪৪ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৭৩ শতাংশ৷ রবিবার ছিল ৮৭.৬৭ শতাংশ৷ আরও পড়ুন: কথা বলার আগে সতর্ক হওয়া প্রয়োজন, অনুপম-বিতর্কে মন্তব্য মুকুল রায়ের রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা প্রায় ছাব্বিশ হাজার৷ তথ্য অনুযায়ী,২৫ হাজার ৮৯৯ জন৷ রবিবারের তুলনায় ১৭৬ জন বেশি৷ বাংলায় একদিনে ৪১ হাজার ২৮১টি টেস্ট হয়েছে৷ রবিবার ছিল ৪৩ হাজার ৬১৮ টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা একত্রিশ লক্ষ ছাড়িয়ে গেল৷ তথ্য অনুযায়ী ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৩৮ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৩৪,৮৮৮ জন৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৮০টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৩ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৯২ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৩৭ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,৬৭৫ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,২৪৩টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৭৯০টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷ সূত্র : কলকাতা২৪ এন এইচ, ২৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3mWIZXb
September 28, 2020 at 07:15PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.