হলিউড চিত্রনির্মাতা পিটন রিড জানিয়েছেন, তার পরিচালিত অ্যান্ট-ম্যান ৩ সিনেমাটিতে দুইজন সুপারহিরো থাকবেন- অ্যান্ট-ম্যান এবং দ্য ওয়াস্প অর্থাৎ পিপিলিকা মানব ও ভিমরুল মানবী। ২০১৫ সালের অ্যান্ট-ম্যান সিনেমার মধ্য দিয়ে এই সিরিজটির যাত্রা শুরু। স্কট ল্যাঙের গল্পের ভিত্তিতে নির্মিত সিনেমাটিতে সুপারহিরো হয়ে ওঠেন অভিনেতা পল রুড। ২০১৮ সালে অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প ছিল এর দ্বিতীয় কিস্তি। এই পর্বে পিপিলিকা মানব প্রেমে পড়েন ভিমরুলের খোলসে আবৃত ইভানজেলিন লিলির। এক সাক্ষাৎকারে সিনেমাটির নির্মাতা রিড জানান, এই দুই সুপারহিরো দারুণ যৌথ অভিযান অব্যাহত থাকবে সিরিজটির তৃতীয় পর্বে। আরও পড়ুন:সুশান্ত হত্যা: রিয়া-সৌভিকের জবাবে সন্তুষ্ট নয় সিবিআই ৫৬ বছর বয়সী এই নির্মাতা জানান, সিনেমাটিতে তাদের পার্টনারশিপ দারুণভাবে এগিয়ে যাবে। আর এতে ভিমরুল মানবীর ভূমিকাও থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্ভেল সিনেমার শিরোনামে কোনো নারীর নাম এই প্রথম আমরা ব্যবহার করেছি। সিনেমাটিতে এই সমন্বয় আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ কারণ, এযাবৎকালে এটা পুরুষদেরই দখলে ছিল। এখন এটা পরিবর্তন হচ্ছে। মার্ভেল স্টুডিও অ্যান্ট-ম্যান থ্রি সিনেমাটি ২০২২ সালে বিশ্বজুড়ে বড় পর্দায় আনবে বলেই পরিকল্পনা। এমএ/ ০৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gNFmP6
September 03, 2020 at 06:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন