মুম্বাই, ০৮ সেপ্টেম্বর- সুশান্ত ইস্যুতে মাদক কাণ্ডে এরইমধ্যে গ্রেপ্তার হয়েছে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক। এখন চলছে রিয়ার জেরা। দ্বিতীয় দিনে প্রায় আট ঘণ্টা জেরার পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতর থেকে বের হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আগামীকাল ফের তাঁকে ডেকে পাঠিয়েছে এনসিবি। সোমবার সকাল সাড়ে নটা নাগাদ কড়া পুলিশি প্রহরায় এনসিবির দফতরে পৌঁছান রিয়া। বের হন সন্ধে ছটা নাগাদ। রবিবার এনসিবি দফতরে প্রবেশের সময়ে মবড হয়েছিলেন রিয়া। তাই পুলিশ ছিল আরও তৎপর। ব্যারিকেড করে মূল প্রবেশদ্বারের বেশ কিছুটা আগে আটকান হয়েছিল মিডিয়ার প্রবেশ। সূত্রের খবর, এনসিবি-র সামনে বলিউডের বেশ কিছু প্রথম সারির অভিনেতার নাম প্রকাশ্যে এনেছেন রিয়া। তবে তাঁদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তিনি এনেছেন তা জানা যায়নি। রিয়ার বয়ান অনুযায়ী, সুশান্তের কর্মচারী দীপেশের মাধ্যমে তিনি অভিনেতার জন্য মাদক আনিয়েছেন ঠিকই কিন্তু তিনি জীবনে কোনওদিন গাঁজা-চরস বা কোনও ধরনের মাদক নেননি। তবে ধূমপান করেছেন তিনি। রিয়ার আরও জানিয়েছেন কেদারনাথ শুটের সময়েই নাকি মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। জেরায় তিনি বলেছেন, ওই ছবিতেই সুশান্তের সহ অভিনেতারাও মাদক নিতেন। আরও পড়ুন- সুশান্তের দিদির দেওয়া ওষুধ খাওয়ার ৫ দিনের মধ্যেই মৃত্যু! এনসিবি সূত্রে জানা যাচ্ছে, আজ মুখোমুখি বসিয়ে জেরা করা হয় রিয়া এবং তাঁর ভাইকে। এদিকে মাদক যোগে গতকাল আর এক মাদক পাচারকারী অনুজ কেশওয়ানিকে গ্রেফতার করে এনসিবি। এই ঘটনায় আর এক অভিযুক্ত কাইজানের বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। এমএ/ ০৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/329ZTt0
September 08, 2020 at 11:43AM
08 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top