ঢাকা, ২৪ সেপ্টেম্বর- চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জেতে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই মিশনে নতুন দল প্রস্তুত করছে বাংলাদেশ। আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে করোনাকালে যুবাদের নিয়ে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই ক্যাম্পের জন্যে ২৮ সদস্যের নতুন দল ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে থাকা সদস্যদের নিয়ে চারটি গ্রুপ তৈরি করা হবে। যারা আলাদা ভাবে অনুশীলন শুরু করবেন। এর আগে ২৯ সেপ্টেম্বর তাদের করোনা পরীক্ষা করানো হবে। এরপর অনুশীলন শুরু করবেন। পরের মাসে ১৯ থেকে ২৬ তারিখের মধ্যে অক্টোবর নিজেদের মধ্যে একদিনের পাঁচটি ম্যাচ খেলবেন তারা। আরও পড়ুন: করোনার হানা টাইগারদের অনুশীলন ক্যাম্পে এই স্কোয়াডে জায়গা হয়েছে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল। এছাড়া আছেন মেহরাব হোসেন, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ খালিদ হোসেন, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, মুশফিক হাসানরাও। এক নজর অনূর্ধ্ব-১৯ দলের নতুন স্কোয়াড: মোফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ খালিদ হোসেন, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়জিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মণ্ডল, মুস্তাকিম মিয়া, আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান ও জাকারিয়া ইসলাম শান্ত। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ২৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HjOLlh
September 24, 2020 at 05:50PM
24 Sep 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top