ঢাকা, ২৭ সেপ্টেম্বর- নিশো ও মেহজাবীনের বিয়ের পর দুজনের মনোমালিন্যের কারণে একটা সময় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তারপর মেহাজাবীনের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তাদের দুজনের বিচ্ছেদের ৫ বছর পর নিশো আবার মেহজাবিনের সাথে যোগাযোগ করে। পরিস্থিতির কারণে তাদের মধ্যে একটা রিইউনিয়ানের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু সত্যের অনেক রুপ থাকে। সঠিক রূপ টা মানুষ সবসময় ধরতে পারে না। এরকমই এক গল্পে নির্মিত হয়েছে নাটক জন্মদাগ। এটি নির্মাণ করেছেন ভিকি জাহিদ। এখানে মেহজাবীনকে দেখা যাবে নীলা চরিত্রে আর আফরান নিশো অভিনয় করেছেন সোহেল চরিত্রে। এছাড়াও এখানে অভিনয় করেছেন অর্নব অন্তু। আরও পড়ুন:দক্ষিণী সুপারস্টারদের পারিশ্রমিক কত? ভিকি জাহেদ বলেন, মানবিক সম্পর্কের গল্প নিয়ে এই কাজটি করা। আমি সবসময়ই একটু ভিন্ন কিছু করার চেষ্টা করি। এবারও তাই করেছি।আগামী ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটকটি প্রচার করা হবে। সুত্রঃ বাংলাদেশ জার্নাল আডি/ ২৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3i0IVSE
September 27, 2020 at 07:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top