মাত্র ২৭ মিনিটেই ০-৩ গোলে পিছিয়ে পড়েছিল চেলসি। আরো কত গোল হজম করে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল, এই শঙ্কা জাগা তখন স্বাভাবিকই ছিল। তবে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক ড্র নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচের মাঠ থেকে ৩-৩ গোলে ড্র নিয়ে ফিরেছে সাবেক চ্যাম্পিয়নরা। দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে ওঠে আসা ওয়েস্ট ব্রমউইচ এদিন এগিয়ে যায় ম্যাচের ৪ মিনিটেই। ক্যালাম রবিনসন এগিয়ে দেন দলকে। ২৫ মিনিটে তার পায়েই ব্যবধান দ্বিগুণ করে দলটি। ২৭ মিনিটে কাইল বার্টলে স্কোরলাইন ৩-০ করেন। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় চেলসি। ৫৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন ম্যাসন মাউন্ট। ৭০ মিনিটে ব্যবধান আরো কমান ক্যালাম হাডসন-ওডোই। আর যোগ করা সময়ে স্পট কিক থেকে ট্যামি আব্রাহাম গোল করলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে চেলসি। পুরো ম্যাচের বিশ্লেষণ বলছে, বল দখলের লড়াইয়ে যোজন যোজন এগিয়ে ছিল চেলসি। ৭৬ শতাংশ বল দখলে রেখে খেলা দলটি গোলমুখে অন টার্গেট শট নিয়েছে ১০টি। আরও পড়ুন:রবিবারই আতলেতিকোয় নতুন অধ্যায় শুরু হচ্ছে সুয়ারেজে এই ড্রয়ের ফলে ৩ ম্যাচে ১টি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে চেলসি। ওয়েস্ট ব্রমউইচ অবশ্য তৃতীয় ম্যাচে এসে প্রথম পয়েন্টের দেখা পেল। সূত্রঃ দেশ রুপান্তর আডি/ ২৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cxYzE1
September 27, 2020 at 05:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top