কলকাতা, ২৮ সেপ্টেম্বর- রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে টুইট করে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রসচিব পদের দায়িত্বে ছিলেন আলাপনবাবু। বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় এবার মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন আলাপনবাবু। সোমবার বিজ্ঞপ্তি জারি করে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মুখ্যসচিব পদের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে নবান্ন। রাজীব সিনহা অবসর নেওয়ার কারণেই আলাপনবাবু তাঁর জায়গায় মুখ্যসচিব পদের দায়িত্ব সামলাবেন। আরও পড়ুন:সারদা তদন্তে চাঞ্চল্যকর মোড়, চিঠি গেল আয়কর দফতরে এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নতুন দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের নতুন মুখ্যসচিব পদে নিযুক্ত করা হল। আমি এটা জানাতে পেরে খুবই আনন্দিত। অর্থ দফতরের সচিব এইচ কে দ্বিবেদিকে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে নিযুক্ত করা হল। মনোজ পন্থ অর্থ দফতরের সচিব পদের দায়িত্ব পেয়েছেন। ১ অক্টোবর থেকে এই তিনজন নতুন পদের দায়িত্ব সামলাবেন। সূত্রঃ কলকাতা ২৪ আডি/ ২৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3kWuvVE
September 28, 2020 at 11:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top