ঢাকা, ২৮ সেপ্টেম্বর - বিয়ের প্রথম রাত অর্থাৎ বাসর রাতেই স্বামীকে লালকার্ড দেখালেন নীলা। এতে ভীত সন্ত্রস্তহয়ে পড়েন স্বামী। শুধু তাই নয়, নববধু নীলা বটি নিয়ে ধাওয়া করে বাসরঘর থেকে স্বামীকে বের করে দেয়। সারারাত ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে সবুজ। মাকে ডাক দেওয়ার কোন সুযোগ নেই কারণ এটি অমতের বিয়ে। এমন ঘটনাকে কেন্দ্র করেই সম্প্রতি নির্মিত হয়েছে নাটক লাল কার্ড। এনডি আকাশের রচনায় এটি পরিচালনা করেছেন জুয়েল হাসান। সম্প্রতি পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ন হয়েছে। এখানে স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান ও ফারজানা রিক্তা। এতে আরও অভিনয় করেছেন নির্মাতা জুয়েল হাসান, শেলী আহসান, রাজা প্রমুখ। আরও পড়ুন : দীপিকা-সারা-শ্রদ্ধার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে NCB ফারজানা রিক্তা বলেন, নাটকের গল্পটি চমৎকার। হাস্যরসে ভরপুর। স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। দর্শক নাটকটি দেখে মজা পাবে। জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। সুত্র : বাংলাদেশ জার্নাল এন এ/ ২৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3ieH10B
September 28, 2020 at 12:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top