মুম্বাই, ১৩ সেপ্টেম্বর- মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আগেই। এবার নিজের ডোপ টেস্টের নমুনা বিকৃত করার অভিযোগও উঠল কন্নড় অভিনেতা রাগিনী দ্বিবেদীর বিরুদ্ধে। বেঙ্গালুরু পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) এ নিয়ে মুখ না খুললেও পুলিশ সূত্রের দাবি, নিজের মূত্রের নমুনায় পানি মিশিয়েছেন রাগিনী। সিসিবির হেফাজতে থাকাকালে রাগিনীর ডোপ টেস্ট করা হয়েছে। তবে শহরের কে জি হাসপাতালে প্রথমবারের ডোপ টেস্টের সময় নিজের মূত্রের নমুনায় পানি মিশিয়ে দেন রাগিনী। যাতে ডোপ টেস্টের ফলাফলে হেরফের ঘটানো যায়। সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরও জানায়, ডোপ টেস্টের নমুনা যে বিকৃত করা হয়েছে তা সহজেই ধরে ফেলে পুলিশ। এর পর রাগিনীর দ্বিতীয়বার ডোপ টেস্ট করানো হয়। রাগিনী যাতে ওই নমুনা বিকৃত না করতে পারেন, সে দিকেও লক্ষ্য রাখেন তদন্তকারীরা। পুলিশের ওই সূত্র বলছে, মূত্রের নমুনা যে বিকৃত করা হয়েছে, তা সঙ্গে সঙ্গেই ধরে ফেলেন চিকিৎসকেরা। তাতে পানি মেশানো ছিল। এর পর রাগিনীকে আরও একবার মূত্রের নমুনা দিতে বলা হয়। সপ্তাহখানেক আগে রাগিনীকে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে সিসিবি। ওই মামলায় আর এক অভিযুক্ত রবি শঙ্করকে জেরা করায় উঠে আসে রাগিনীর নাম। ৩ সেপ্টেম্বর তলব করলেও সিসিবির কাছে হাজিরা দেননি রবির ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত রাগিনী। উল্টে নিজেকে নির্দোষ আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পুলিশের সঙ্গে সহযোগিতার কথাও বলেন। আরও পড়ুন-কঙ্গনা আমাকে নগ্ন ছবি পাঠিয়েছিলেন: হৃতিক এর পরের দিনই রাগিনীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সেই দিনই তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয় সিসিবি। রাগিনী ছাড়া এই মামলায় সাঞ্জনা গলরানি নামে আরও এক কন্নড় অভিনেত্রীসহ মোট ১৩ জন গ্রেপ্তার হয়েছে। এমএ/ ১৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hkDjlS
September 13, 2020 at 01:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top