ঢাকা, ০২ অক্টোবর- করোনা থেকে সুরক্ষায় মাস্ক অপরিহার্য। করোনাকালে যার চাহিদা বেড়েছে কয়েকগুণ। একরকম নিয়ম হয়ে দাঁড়িয়েছে মাস্ক পরা। ব্যতিক্রম নয় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারাও। সবার আগে চাই স্বাস্থ্যবিধি মেনে চলা। তাই প্রয়োজন সচেতনতা। নিয়মিত মাস্ক পরিধান করা। বৃহস্পতিবার (১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলের সবাইকে দেখা গেল একসঙ্গে মাস্ক পরে ছবি তুলতে। সবাই একসঙ্গে মাস্ক পরেছেন একটি বিশেষ কারণে। এই মাস্ক ছিল মুশফিকের দেয়া সবার জন্য উপহার। আরও পড়ুন:৪০ বছর পর্যন্ত খেলবেন রোনালদো! নিজের ফাউন্ডেশন এম আর ১৫এর উদ্যোগে মাস্ক তৈরি করে দলের সবাইকে উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। অনুশীলনের আগে সতীর্থরা সেটি ব্যবহার করলেন, মাস্ক পরে ছবিও তুললেন। সূত্রঃ সময় নিউজ আডি/ ০২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30o68s4
October 02, 2020 at 04:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন