বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। চোটে পড়েছেন ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য দলে ডাক পাওয়া মিডফিল্ডার জিওভানি লো সেলসো ও গোলরক্ষক হুয়ান মুসো। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সেলসো মাংসপেশীর চোটে ভুগছেন। টটেনহ্যাম হটস্পারের এই খেলোয়াড় বাছাই ম্যাচ দুটির একটিতেও খেলতে পারবেন না। তার জায়গায় দলে ডাক পেতে পারেন বায়ার লেভারকুসেনের মিডফিল্ডার এসেকুয়েল পালাকুয়েস। অন্যদিকে অনুশীলনের সময় চোট পেয়েছেন গোলরক্ষক হুয়ান মুসো। হাঁটুর মেনিসকাসের সমস্যায় ভুগছেন তিনি। উদিনেসের এই গোলরক্ষকের জায়গায় দলে জায়গা পেতে যাচ্ছেন স্প্যানিশ ক্লাব কাদিসের জেরেমিয়াস লেদেসমা। বিশ্বকাপ বাছাই ম্যাচ দিয়ে গত নভেম্বরের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে স্কালোনির দল। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টায় বুয়েন্স আয়ার্সে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর স্বাগতিক বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে, আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা দলে অনুমিতভাবেই আছেন লিওনেল মেসি। তবে চোটের কারণে খেলতে পারছেন না সের্গিও আগুয়েরোর। জায়গা পাননি আক্রমণভাগের আরেক খেলোয়াড় আনহেল ডি মারিয়াও। আর্জেন্টিনা দল: গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), আগুস্তিন মার্চেসিন (পোর্তো) ডিফেন্ডার: হুয়ান ফয়েথ (টটেনহ্যাম হটস্পার), রেনসো সারাভিয়া (ইন্তারনাসিওনাল), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেস (আতলেতিকো মাদ্রিদ), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ফাকুন্দো মেদিনা (লেস) মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেজে), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), নিকোলাস দোমিনগেস (বোলোনা) আরও পড়ুন:তিন দলের যে কারণে টুর্নামেন্টে নেই মাশরাফি ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (ইউভেন্তুস), লুকাস ওকামপোস (সেভিয়া), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), আলেক্সিস মাক আয়িস্তের (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন), আলেহান্দ্রো গেমেস (আতালান্তা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লুকাস আলারিও (লেভারকুজেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), ভিওভানি সিমেওনে (কাইয়ারি) ও ক্রিস্তিয়ান পাভোন (লা গ্যালাক্সি)। সূত্রঃ দেশ রুপান্তর আডি/ ০৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36CgrfW
October 07, 2020 at 06:02AM
07 Oct 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top