ঢাকা, ০৬ অক্টোবর- বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এবার আক্রান্ত হলেন মঞ্চ ও টেলিভিশনের বরেণ্য অভিনেতা আতাউর রহমান। তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত হওয়ার বিষয়টি আতাউর রহমান নিজেই নিশ্চিত করেছেন। গুণী এই অভিনেতা বলেন, গত বৃহস্পতিবার (০১ অক্টোবর) একটি অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পর আমার প্রচণ্ড কাশি শুরু হয়, যার কারণে ঘুমাতে পারিনি। পরে জ্বর ১০০ ডিগ্রিতে ছুঁয়েছে। গতকাল সোমবার (০৫ অক্টোবর) বাসায় এসে করোনা পরীক্ষার জন্য আমার স্যাম্পল নিয়ে যায়। আজ রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে। আরও পড়ুন: আবারও টেলিভিশনে মোশাররফের ৪২০ তিনি আরও বলেন, শারীরিকভাবে খুব একটা সমস্যা হচ্ছে না। চিকিৎসক বাসায় এসে দেখে গেছেন। তাদের পরামর্শ মতো চিকিৎসা নিচ্ছি। ১৯৪১ সালের ১৮ জুন আতাউর রহমান নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত হন। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে আতাউর রহমান প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত নাগরিক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মনোনীত হন তিনি। এছাড়া ১৯৭২ সালে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ-এর মাধ্যমে তার নাট্য নির্দেশনায় অভিষেক ঘটে। মঞ্চ নাটকে নির্দেশনা ও অভিনয় দুইটিই সমানতালে চালিয়ে যাচ্ছেন আতাউর রহমান। রেডিও, টেলিভিশনেও রয়েছে তার সদর্প উপস্থিতি। এন এইচ, ০৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30BzbZh
October 06, 2020 at 12:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top