ঢাকা, ৬ অক্টোবর- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। দীর্ঘদিন ধরেই তিনি চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন। নামের পাশে যোগ হয়েছে ছুঁয়ে দিলে মন, ঢাকা অ্যাটাকর মতো সফল সিনেমা। অপেক্ষায় আছেন বিগ বাজেটে নির্মিত মিশন এক্সট্রিম ছবির মুক্তির। তার ভক্তরা প্রত্যাশা করছেন পুলিশি অ্যাকশানের এই সিনেমা দিয়ে আগের সাফল্যগুলোকে ছাড়িয়ে যাবেন শুভ। ছবিটির জন্য অনেক পরিশ্রম করেছেন এ অভিনেতা। সাফল্যটাও প্রাপ্য তার। এদিকে গতকাল ৫ অক্টোবর শুভ নাকি একটি রহস্যময় অদ্ভূত ব্রিফকেস হাতে পেয়েছেন। কেউ বা কারা তার বাসায় এটি পাঠিয়েছে। কিন্তু কারা পাঠিয়েছে আর কেনইবা পাঠিয়েছে সেই মানেটা বুঝে উঠতে পারছেন না তিনি। এ নিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন শুভ। গতকাল সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রহস্যময় ব্রিফকেসটির ছবি দিয়ে শুভ লিখেছেন, .... এরপর কি? অদ্ভুত এই ব্রিফকেসটা আমাকে পাঠানোর মানেটাই বা কি? কে পাঠালো, কারা পাঠালো, কেন পাঠালো? জানতে চাই! ফেসবুকে ব্রিফকেসটির ব্যাপারে জানতে চাইলে তার ভক্ত অনুরাগীরাও বিস্ময় প্রকাশ করেছেন। তারা নানা রকম পরামর্শও দিচ্ছেন। কেউ বলছেন পুলিশের সহায়তা নিতে। একজন আবার মজা করে মন্তব্য লিখেছেন, তারাতাড়ি বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হোক। আরে না আপনি নিজেই তো হিরো খুলে দেখেন, হিরোদের ভয় পেলে চলে। আরও পড়ুন:বিয়ের ২৬ বছর পূর্ণ হল শাবনাজ-নাঈম দম্পতির কেউ আবার দাবি করেছেন এটি সিনেমার প্রচারের জন্য কোনো কৌশল। কিন্তু আরিফিন শুভও এ ব্রিফকেস নিয়ে রহস্য ভাঙলেন না। প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আহারে। এ সিনেমার জন্য ৯৪ কেজি ওজন হয়েছিলো তার। পরবর্তীতে মিশন এক্সট্রিম সিনেমার জন্য তিনি নিজেকে ফিট করেছেন অক্লান্ত পরিশ্রমে। ওজন কমিয়ে সিক্স প্যাক বানিয়ে ফিরেছেন তিনি। গত ১৭ সেপ্টেম্বর রাতে আরিফিন শুভ নিজেকে বদলে ফেলার সেই গল্প জানান এক ভিডিওর মাধ্যমে। সেটি প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়। আর/০৮:১৪/০৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3lm7nzJ
October 06, 2020 at 10:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন