কাবুল, ৬ অক্টোবর- বাঁচার সর্বোচ্চ চেষ্টাই করেছেন আফগানিস্তানের ২৯ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান নাজিব তারাকায়। তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টাই হয়েছে। কিন্তু মৃত্যুর সঙ্গে পাঁচদিন লড়াই করে হার মানলেন তিনি। শুক্রবার আফগানিস্তানের নাঙ্গাহারে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন নাজিব। স্থানীয় বাজার থেকে ফেরার পথে একটি ব্যক্তিগত গাড়ি তাকে ধাক্কা দেয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি ত্যাগ করলেন পৃথিবীর মায়া। আরও পড়ুন:আইপিএলে ৯ হাজারে মাইলফলক স্পর্শ করলেন কোহলি আফগানিস্তান ক্রিকেট বোর্ড তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। শোক জানিয়েছে মর্মান্তিক এই ঘটনায়, আফগান ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তানের ক্রিকেট পাগল সমর্থকরা এই হৃদয় বিদায়ক ঘটনায় ব্যথিত। নাজিক খুবই ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিভলো তার জীবনের আলো। আমাদের ভাসিয়ে গেলো শোকের সাগরে। তারাকায় ২০১৪ সালে আফগানিস্তানের হয়ে প্রথম ফাস্ট ক্লাস ম্যাচ খেলেন জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন নিয়মিত পারফরমার। দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ২০০ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন ১২টি টি-২০ এবং একটি ওয়ানডে ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালে টি-২০ ক্যারিয়ার সেরা ৯০ রানের এক ইনিংস দেখান এই আফগান টপ অর্ডার ব্যাটসম্যান। সূত্র: সমকাল আর/০৮:১৪/০৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33zLebu
October 06, 2020 at 10:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন