এডিনসন কাভানি পিএসজিতে থাকতেই শোনা গিয়েছিল বেনফিকায় ফিরছেন তিনি। কিন্তু সেটা সত্য হয়নি। এরপর উরুগুয়ে স্ট্রাইকার এডিনসন কাভানি বার্সার কাছে নিজেকে প্রস্তাব রাখেন। রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসকে জানিয়েছেন, তিনি খেলে দিতে চান। অ্যাথলেটিকো মাদ্রিদে সম্ভাবনা তৈরি হলেও যাওয়া হলো না তার। তবে ইউরোপের শীর্ষ সব ক্লাবে প্রত্যাখান হওয়া কাভানিকে দলে নিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা এরই মধ্যে বেশ কজন মিডফিল্ডার কিনেছেন। আক্রমণেও তরুণ কিছু ফুটবলার আছেন। তাদের দলে দরকার একজন স্ট্রাইকার। ফ্রি এজেন্ট হওয়া কাভানিকে দিয়ে সেই জায়গা পূরণ করতে চায় তারা। আরও পড়ুন: রোনালদোর বিপক্ষে ম্যাচে অভিযোগমুক্ত হবেন মেসি! সংবাদ মাধ্যম গোল কাভানির ম্যানইউতে যাওয়ার ব্যাপারটা অনেকটাই নিশ্চিত করে জানিয়েছে, এক বছরের জন্য সাবেক নাপোলি-পিএসজি স্ট্রাইকারকে দলে নিতে যাচ্ছে রেডসরা। তবে চুক্তিটা আরও ১২ মাস বৃদ্ধি করার সুযোগ থাকছে। সোমবার চুক্তি সম্পন্ন হতে পারে বলেও জানা গেছে। ৩৩ বছর বয়সী কাভানি পিএসজিতে খেলেছেন সাত মৌসুম। এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০১ ম্যাচ খেলে ২০০ গোল করেছেন তিনি। তার আগে সিরি আর দল নাপোলিতে তিনি খেলেছেন তিন মৌসুম। চার মৌসুম খেলেছেন পালমেইরোতে। এবার প্রিমিয়ার লিগে অভিষেক হতে যাচ্ছে তার। সূত্র : সমকাল এন এইচ, ০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3itvD16
October 04, 2020 at 01:51PM
04 Oct 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top