ইউরোপে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা শুরু হতে যাচ্ছে বলে খবর। এরই মধ্যে যুক্তরাজ্য, ইতালিতে করোনা আক্রান্তের হার বাড়ছে। তারই প্রমাণ ইতালির লিগে রোববার রাতে জুভেন্টাস-নাপোলির লড়াই স্থগিত হওয়ার সম্ভাবনা। স্থানীয় স্বাস্থ্য বিভাগ করোনার কারণে নাপোলির তুরিনে আসার পথ আটকে দিয়েছে। কারণ নাপোলির দুজন ফুটবলার এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন। একজন কোচিং স্টাফ করোনা পজিটিভ। জুভেন্টাসের কোন ফুটবলার আক্রান্ত না হলেও দুজন কোচিং স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। আরও পড়ুন: ম্যানইউতে আসছেন কাভানি জুভেন্টাস-নাপোলির ম্যাচ দিয়ে তাই আবার করোনা ইতালিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। তবে সিরি আ লিগ কতৃপক্ষ জানিয়েছে, পূর্বের নিয়ম মেনে মাঠে গড়াবে ম্যাচ। জুভেন্টাস টুইট করে জানিয়েছে, যেহেতু তারা স্বাগতিক তারা তাই মাঠেই থাকবে। তবে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের পদস্থ একজন জানিয়েছেন, ম্যাচটি বাতিলের ঘোষণা আসার সম্ভাবনা আছে। সিরি আর বড় লড়াই উপহার দেয় নাপোলি এবং জুভেন্টাস। লিগ চ্যাম্পিয়ন হওয়া ওল্ড লেডিদের সঙ্গে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীতা করে তারা। যদিও সর্বশেষ মৌসুমে টেবিলে সাতে শেষ করেছিল নাপোলি। তবে চলতি মৌসুমে আবার নতুনদের নিয়ে নতুন করে শুরু করেছে তারা। লিগে এরই মধ্যে দুই ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে আট গোল দেওয়া তারই প্রমাণ। সূত্র : সমকাল এন এইচ, ০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34kTsmV
October 04, 2020 at 01:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top