কলকাতা, ৪ অক্টোবর- ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee)। রবিবার পুরুলিয়ায় কেন্দ্রের নয়া কৃষি আইনের সমর্থনে কৃষক সুরক্ষা পদযাত্রা থেকে তাঁর মন্তব্য, করোনার থেকেও ভয়ঙ্কর মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্য জঙ্গলমহল থেকে পাহাড়, একটার পর একটা মানুষ মারা গিয়েছে । তাঁর এহেন মন্তব্য নিয়ে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি জেলা তৃণমূলের তরফে। আরও পড়ুন:হাথরসে ধর্ষণ, তরুণীর বাড়িতে যেতে চান মমতা রবিবার পুরুলিয়ায় কৃষক সুরক্ষা পদযাত্রায় যোগ দিয়েছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া রেল স্টেশন থেকে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষে ট্যাক্সি স্ট্যান্ডে পথসভা করে বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে বিজেপি সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ছাড়াও অংশ নিয়েছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী-সহ অন্যান্যরা। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি সম্পাদক। মুখ্যমন্ত্রীকে করোনার মতো মহামারীর থেকেও ভয়ঙ্কর বলে কটাক্ষ করেছেন রাজু বন্দ্যোপাধ্যায়। এছাড়া হাথরাসের ঘটনায় মমতার (Mamata Banerjee) ধারালো প্রতিবাদ নিয়েও তাঁকে বিঁধেছেন রাজু। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন। উত্তরকন্যা থেকে রাজগঞ্জ দশ কিলোমিটার দূরে। সেখানে একজন দলিত ও আরেকজন সংখ্যালঘু মহিলা ছিলেন, যাদের ধর্ষণ করে মেরে দেওয়া হয়। কই, সেখানে তো গেলেন না মুখ্যমন্ত্রী? অর্থাৎ নিজের রাজ্যে নারী নিরাপত্তার দিকটি উপেক্ষিত রেখে ভিনরাজ্যের ঘটনায় মমতার গর্জে ওঠা নিয়ে তীব্র শ্লেষ প্রকাশ করলেন রাজু বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ তারিখ বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান নিয়ে শাসকদলকে হুঙ্কার দিয়ে এদিন রাজু বলেন, আমরা নবান্ন অভিযান করব না, নবান্ন দখল করব। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে জামতাড়া গ্যাংয়ের নেত্রী বলে অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপির সম্পাদক। রবিবার ফের তাঁর বেলাগাম আচরণের পরিচয় দিলেন। সূত্র: সংবাদ প্রতিদিন আর/০৮:১৪/০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3jzLbSo
October 04, 2020 at 04:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top