আবুধাবি, ০৪ অক্টোবর- হিটম্যান-এর বল্লা না-চললেও শারজায় বড় রান তুলতে অসুবিধা হল না মুম্বই ইন্ডিয়ান্সের৷ আগের ম্যাচ গুলির মতো রবিবাসরীয় দুপুরে দর্শকশূন্য শারজা ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী থাকল বড় স্কোরের৷ প্রথম ব্যাটি করে সানরাইজার্স হায়দরাবাদের সামনে ২০৯ রানের টার্গেট রাখল মুম্বই ইন্ডিয়ান্স৷ক্যাপ্টেন রোহিত ব্যর্থ হয়েও কুইন্টন ডিককের হাফ-সেঞ্চুরি এবং কাইরন পোলার্ড ও ক্রুনাল পান্ডিয়ার ঝোড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৮ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স৷ শেষ ওভারে ক্রুনাল পান্ডিয়ার ৪ বলে ২০ রানের ইনিংসকে মুম্বইকে ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে৷ শেষ পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে৷ তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের৷ম্যাচের প্রথম ওভারেই রোহিতকে ডাগ-আউটে ফেরত পাঠান সন্দীপ শর্মা৷ ব্যক্তিগত ৬ রানে আউট হন মুম্বই অধিনায়ক৷ রোহিত অল্প রানে আউট হলেও প্রথম তিন ম্যাচে রান না-পাওয়া মুম্বই ইন্ডিয়ান্সের অন্য ওপেনার ডিকক দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেন৷ ৩৯ বলে চারটি ওভার বাউন্ডারি ও ও চারটি বাউন্ডারির সাহায্যে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি৷ ডিককের পাশাপাশি ফর্মে থাকা সূর্যকুমার যাদব এবং ইশান কিষান দ্রুত রান তুলে দলকে বড় রানের রাস্তা করে দেন৷ সূর্যকুমার ১৮ বলে হাফ-ডজন বাউন্ডারির সাহয্যে ২৭ রান করেন৷আর আগের ম্যাচে ৯৯ রান করা ইশান এদিন ২৩ বলে ৩১ রান করেন৷ আরও পড়ুন:দেশ এবং খেলা ভিন্ন হলেও মুশফিক আর রোনালদোর যেখানে মিল তারপর হার্দিক পান্ডিয়ার ১৯ বলে ২৮ এবং কাইরন পোলার্ডের ১৩ বলে ২৫ রান মুম্বই ইন্ডিয়ান্সকে দুশো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন৷ কিন্তু শেষ ওভারে সিদ্ধার্থ কলের দ্বিতীয় ডেলিভারিতে বোল্ড হন হার্দিক৷ তখন মুম্বইয়ের রান ছিল ১৮৮৷ হার্দিক ফিরে যাওয়ার পর মনে হয়েছিল দুশো রানের গণ্ডি টপকাতে পারবে না মুম্বই৷ কিন্তু শেষ চার বলে ২০ রান তুলে হার্দিকের অধরা ইনিংস শেষ করেন তাঁর দাদা ক্রুনাল পান্ডিয়া৷ এদিনও ভালো বোলিং করেন রশিদ খান৷ ৪ ওভার মাত্র ২২ রান খরচ করে একটি উইকেট তুলে নেন এই আফগান লেগ-স্পিনার৷ আবদুল্ সামাদও ৪ ওভার মাত্র ২৭ রান দেন৷ তবে ২টি উইকেট পেলেও ৪ ওভারে ৬৪ রান দেন সিদ্ধার্থ কল৷ শেষ ওভারে দারুণ শুরু করলেও ২১ রান দেন তিনি৷ সূত্রঃ কলকাতা ২৪ আডি/ ০৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33tCCD7
October 04, 2020 at 03:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন