আবুধাবি, ০৫ অক্টোবর- আইপিএলের চলতি আসরের প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি-র মাইলফলক ছুঁয়েছিলেন মাহেন্দ্র সিং ধোনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচে জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে শততম জয় দেখেছিলেন ধোনি। নিজেদের শেষ ম্যাচে কিংস এলাভেন পাঞ্জাবের বিপক্ষে আরেকটি সেঞ্চুরি মাইলফলক স্পর্শ করলেন চেন্নাই অধিনায়ক। এবারের অর্জনটা অবশ্য উইকেটরক্ষক হিসেবে। উইকেটের পেছনে দাঁড়িয়ে নতুন রেকর্ডের খাতায় নাম লেখালেন ধোনি। উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ১০০ ক্যাচ ধরার অনন্য কীর্তি গড়লেন চেন্নাই অধিনায়ক। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে শার্দুল ঠাকুরের বলে লোকেশ রাহুলের ক্যাচ ধরার মাধ্যমে এই কীর্তি গড়েন ধোনি। উইকেটকিপার হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন ধোনি। ধোনির আগে আইপিএলে উইকেটরক্ষক হিসেবে ১০০ ক্যাচ নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দিনেশ কার্তিক। আরও পড়ুন: মাশরাফীরজন্মদিনআজ ধোনি অবশ্য ক্রিকেটার হিসেবে আইপিএলে মুম্বাই ম্যাচেই ১০০ ক্যাচ (উইকেটকিপার ও সাধারণ ফিল্ডার হিসেবে) ধরার রেকর্ড গড়েছিলেন। কারণ ফিল্ডার হিসেবে ধোনি এর আগে চারটি ক্যাচ নিয়েছিলেন। এদিকে উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ধোনির চেয়ে ক্যাচ বেশি নিলেও মোট ডিসমিসালে ধোনির চেয়ে পিছিয়ে কার্তিক। উইকেটরক্ষক হিসেবে কার্তিক ক্যাচ নিয়েছেন ১০৩টি। স্টাম্পিং করেছেন ৩০টি। ধোনি ১০০টি ক্যাচ নেওয়া ছাড়াও স্ট্যাম্পিং করেছেন ৩৯টি। এবারের আইপিএলে ধোনি আরেকটি কীর্তি গড়েছিলেন। সুরেশ রায়নাকে টপকে আইপিএলের সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার তিনি। রায়না খেলেছিলেন ১৯৩ ম্যাচ। আর পাঞ্জাবের বিপক্ষে সর্বশেষ ম্যাচ মিলিয়ে ধোনির ম্যাচ সংখ্যা ১৯৫। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ০৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GCNDZT
October 05, 2020 at 08:04AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.