শারজা, ০৩ অক্টোবর- ২০২০ আইপিএলে প্রথমবার শনিবার শারজায় খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স৷ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস৷ ঐতিহাসিক শারজা ক্রিকেট স্টেডিয়ামে দুই দলে তরুণ প্রতিভার লড়াইয়ের অপেক্ষা৷ আগের দুটি ম্যাচ জিতে মাঠে নামছে কেকেআর৷ প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর শেষ দুটি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস নাইটশিবির৷ অর্থাৎ জয়ের হ্যাটট্রিকের সামনে কিং খানের দল৷ শারজায় ছোট মাঠে ফের বড় স্কোর হওয়ার আশঙ্কা রয়েছে৷ অন্যদিকে প্রথম দুটি ম্যাচে জিতে আইপিএল শুরু করা দিল্লি ক্যাপিটালস আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হেরে কেকেআর-এর বিরুদ্ধে আজ মাঠে নামছে৷ তবে এই মুহূর্তে দুই দলই তিন ম্যাচে দুটি করে জিতেছে৷ তবে রান-রেটের বিচারে পয়েন্ট তালিকায় দুনম্বরে রয়েছে দিল্লি৷ আর ঠিক তার পরেই অর্থাৎ তিন নম্বরে রয়েছে কলকাতা৷ আইপিএলের ইতিহাসে দুই দলের লড়াই হয়েছে আমনে-সামনে৷ এখন পর্যন্ত দুই দল ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে৷ এর মধ্যে ১৩বার জিতেছে কলকাতা৷ আর ১১ বার জিতেছে দিল্লি৷ এর মধ্যে একবার সুপার ওভারে ম্যাচ জিতেছে দিল্লি৷ আরও পড়ুন: ফের ব্যাটিং ব্যর্থতা, ধোনির ইতিহাস গড়ার দিনে হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের কেকেআর-এর তিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তিন ক্রিকেটার শুভমন গিল, শিভম মাভি ও কমলেশ নাগোরকটি দারুণ ফর্মে রয়েছেন৷ আগের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে এই তিন খেলোয়াড়ই দারুণ পারফর্ম করে দলকে জিতিয়েছেন৷ কিন্তু ক্যাপ্টেন দীনেশ কার্তিক এখনও ব্যাটে দাগ কাটতে পারেনি৷ অন্য দিকে দিল্লি ক্যাপিটালসে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দারুণ শুরু করেছে৷ তবেও দিল্লি ক্যাপ্টেনও ব্যাটে সেরা ছন্দে নেই৷ শারজা ক্রিকেট স্টেডিয়ামে রানে ফেরার প্রত্যাশাই আইয়ার৷ আজ জিতলেই পয়েন্ট তালিকায় এক নম্বরে ওঠার সুযোগ রয়েছে দুই দলের সামনে৷ সুত্র : কলকাতা ২৪x৭ এম এন / ০৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3nd0jr2
October 03, 2020 at 03:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top