ঐক্যবদ্ধ আওয়ামী লীগ! শিবগঞ্জে আলোচনা সভা


আয়োজনের শিরোনাম অনুযায়ী অনৈক্যের মধ্যে থাকা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘একজোট’ হয়ে চলার প্রত্যয়ে শীর্ষ নেতৃবৃন্দ্বের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রানীহাটি কলেজ মিলনায়তনে ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই’ শিরোনামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
গত ১০ অক্টোবর আওয়ামী লীগের 'ঘাঁটি' হিসেবে পরিচিত পাকা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে মোট চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মার্কা নৌকা চতুর্থ অবস্থান করার মাত্র ২ দিন পর এই 'ঐক্য' সভা অনুষ্ঠিত হলো।         
নয়লাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। নয়লাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালামের ব্যবস্থাপনায় ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডুর সঞ্চালনায় আয়োজিত ঐক্য প্রক্রিয়ার ওই সভায় বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম আসাদ, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর লালান, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ছবি, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, হালিমা খাতুনসহ অন্যরা।
দলীয় সূত্র জানায়, সভায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১০-২০


from Chapainawabganjnews https://ift.tt/30WUt3q

October 12, 2020 at 10:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top