ওয়ালটন হাই-টেকের এমডি হলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সাগর

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী গোলাম মুর্শেদ ওরফে সাগর। এর আগে তিনি প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক গোলাম মুর্শেদ ২০১০ সালে ওয়ালটনে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। মেধা ও কঠোর পরিশ্রমে তিনি রেফ্রিজারেটরের ম্যানুফ্যাকচারিং অপারেশনের দায়িত্ব এবং পরে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। নতুন দায়িত্ব শতভাগ নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে ওয়ালটনকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ শহরের মিস্ত্রিপাড়ার সম্ভ্রান্ত পরিবারের সন্তান গোলাম মুর্শেদ সাগরের পিতা মনিরুল ইসলাম বাদল সাংবাদিককতা পেশার সঙ্গে যুক্ত। তিনি চাঁপাইনবাবগঞ্জ  প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গোলাম মুর্শেদ সাগর এমডি হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ নিউজ পরিবারের পক্ষে থেকে অভিনন্দন জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১০-২০



from Chapainawabganjnews https://ift.tt/2GWY2Qj

October 13, 2020 at 12:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top